দেড় বছর অপেক্ষার পর অবশেষে আজ থেকে শুরু হলো নারী ফুটবল লিগ। লিগের উদ্বোধনী দিনেই জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তনিমা বিশ্বাসের জোড়া গোলের সুবাদে সেনাবাহিনী ২-০ গোলে হারায় পুলিশ এফসিকে। ৩৯ ও ৬৯ মিনিটে দুটি গোল করেন তনিমা।
কমলাপুলে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে পুলিশ এফসির বিপক্ষে খেলার শুরু থেকেই ম্যাচ জমিয়ে তোলে সেনাবাহিনী। ১২ মিনিটে বাম দিক দিয়ে আক্রমণে ওঠে পুলিশ এফসি। বক্সে বল পান সাগরিকা। কিন্তু তার নেওয়া শটে বল সহজেই থামিয়ে দেন লাইনে থাকা মিলি আক্তার।
হঠাৎ ম্যাচে প্রাণ ফেরে সেনাবাহিনীর তনিমার অবিশ্বাস্য এক গোলে। প্রায় ৩৫ গজ দূর থেকে শট নেন এই ফরোয়ার্ড। বল হাওয়ায় ভেসে লাফিয়ে ওঠা পুলিশ এফসির গোলকিপার তাসলিমার গ্লাভস জোড়াকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। ৩৯ মিনিটে তনিমার ওই অসাধারণ গোলটিই সেনাবাহিনীকে আনন্দের উপলক্ষ এনে দেয়।
দ্বিতীয়ার্ধেও ঝলক দেখান তনিমা। ম্যাচে পিছিয়ে পড়া পুলিশ দল ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু সেনাবাহিনীর রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি তারা। ৫৬ মিনিটে সাবিনা খাতুন রুবির চিপ শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালের দিকে যাচ্ছিল। দারুণ ক্ষিপ্রতায় ক্লিয়ার করেন সেনাবাহিনীর ডিফেন্ডার রুমা আক্তার।
৬৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে সেনাবাহিনী। সুলতানার থ্রু পাস ধরে বক্সে ঢুকে শট নেন তনিমা। বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘সিউ’ স্টাইলে গোল উদযাপন করেন তনিমা। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে সেনাবাহিনী।
উল্লেখ্য, এক মৌসুম বিরতির পর মাঠে ফিরেছে নারী লিগ। এবারের লিগে নতুন চারটি দলÑপুলিশ এফসি, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বিকেএসপি এবং রাজশাহী স্টার্সসহ মোট ১১টি দল খেলছে। লিগের চ্যাম্পিয়ন দল পাবে চার লাখ টাকা পুরস্কার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

