স্পোর্টস ডেস্ক
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে নিজেদের সবশেষ ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তা পায়নি অস্ট্রেলিয়া। ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা। লজ্জার হারের পাশাপাশি এদিন আরো একটি বাজে অভিজ্ঞতা হয়েছে অজিদের। সেই অদ্ভুত ও বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন জন হেস্টিংস।
লেস্টারের গ্রেস রোডে আগে ব্যাট করে সাইদ আজমলের বোলিং তোপে পড়ে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ৭৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তানের লেজেন্ডসরা। পাকিস্তানের এই জয়টা আরেকটু বিলম্বিত হতে পারতো। সেটা হয়নি হেস্টিংসের ওয়াইড কাণ্ডের কারণে।
ইনিংসের সপ্তম ওভার শেষে বিনা উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫৫ রান। অষ্টম ওভারে হেস্টিংসকে বোলিংয়ে আনেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্রেট লি। কিন্তু সে ওভার আর শেষ করতে পারেননি হেস্টিংস। সে ওভারে ১২টি ওয়াইডের পাশাপাশি একটি নো বল করেন সাবেক এই পেসার। ওয়াইডের মিছিলে বৈধ ডেলিভারি করেন পাঁচটি। হেস্টিংসের করা শেষ ওয়াইডের সাথেই সাথেই পাকিস্তানের জয় নিশ্চিত হয়। তাই শেষ বলটি করতে হয়নি হেস্টিংসকে।
হেস্টিংস একের পর এক ওয়াইড দেওয়ায় বিরক্তি প্রকাশ করেন পাকিস্তানের ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। সে সময় ব্রেট লিকে হাত দিয়ে মুখ লুকাতে দেখা যায়। সবচেয়ে নাজেহাল ছিল আম্পায়ারের অবস্থা। ওয়াইড, নো, লেগ বাই, চারের জন্য বারবার হাত উঠাতে হয়েছে আম্পায়ারকে।
হেস্টিংসের বিব্রতকর এই ওভারের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন আজমল। ১৬ রানের বিনিময়ে ৬ উইকেট নেন সাবেক এই তারকা স্পিনার।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে নিজেদের সবশেষ ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তা পায়নি অস্ট্রেলিয়া। ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা। লজ্জার হারের পাশাপাশি এদিন আরো একটি বাজে অভিজ্ঞতা হয়েছে অজিদের। সেই অদ্ভুত ও বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন জন হেস্টিংস।
লেস্টারের গ্রেস রোডে আগে ব্যাট করে সাইদ আজমলের বোলিং তোপে পড়ে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ৭৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তানের লেজেন্ডসরা। পাকিস্তানের এই জয়টা আরেকটু বিলম্বিত হতে পারতো। সেটা হয়নি হেস্টিংসের ওয়াইড কাণ্ডের কারণে।
ইনিংসের সপ্তম ওভার শেষে বিনা উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫৫ রান। অষ্টম ওভারে হেস্টিংসকে বোলিংয়ে আনেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্রেট লি। কিন্তু সে ওভার আর শেষ করতে পারেননি হেস্টিংস। সে ওভারে ১২টি ওয়াইডের পাশাপাশি একটি নো বল করেন সাবেক এই পেসার। ওয়াইডের মিছিলে বৈধ ডেলিভারি করেন পাঁচটি। হেস্টিংসের করা শেষ ওয়াইডের সাথেই সাথেই পাকিস্তানের জয় নিশ্চিত হয়। তাই শেষ বলটি করতে হয়নি হেস্টিংসকে।
হেস্টিংস একের পর এক ওয়াইড দেওয়ায় বিরক্তি প্রকাশ করেন পাকিস্তানের ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। সে সময় ব্রেট লিকে হাত দিয়ে মুখ লুকাতে দেখা যায়। সবচেয়ে নাজেহাল ছিল আম্পায়ারের অবস্থা। ওয়াইড, নো, লেগ বাই, চারের জন্য বারবার হাত উঠাতে হয়েছে আম্পায়ারকে।
হেস্টিংসের বিব্রতকর এই ওভারের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন আজমল। ১৬ রানের বিনিময়ে ৬ উইকেট নেন সাবেক এই তারকা স্পিনার।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
১০ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে