স্পোর্টস ডেস্ক
কয়েকদিন পরই শুরু হবে ২০২৫-২৬ মৌসুমের ব্যস্ততা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে ইউরোপিয়ান ক্লাবগুলো। সেই ব্যস্ততা একটু বেশিই ছুঁয়েছে লিভারপুলকে। একদিনে দুইবার মাঠে নেমে যেন সেটারই প্রমাণ দিলো ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
প্রাক মৌসুম প্রীতি ম্যাচে অ্যানফিল্ডে অ্যাটলেটিক বিলবাওকে ডেকে এনে দুইবার হারাল লিভারপুল। প্রথম ম্যাচে স্প্যানিশ ক্লাবটিকে ৪-১ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে একচেটিয়া দাপট দেখাতে পারেনি- জিতেছে ৩-২ ব্যবধানে।
মূলত নিজেদের পুরো স্কোয়াডকে খেলার সুযোগ করে দিতেই একদিনে দুই ম্যাচের আয়োজন করে লিভারপুল। দুই ম্যাচ মিলিয়ে ৩০ জনেরও বেশি ফুটবলারকে মাঠে নামায় মার্সিসাইডের ক্লাবটি।
প্রথম ম্যাচে লিভারপুলের হয়ে গোল করেন রিও নুমোহা, ডারউইন নুনেজ, অ্যালেক্স পাদিলা ও হার্ভে এলিয়ট। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের হয়ে দুইবার জালের দেখা পান ডাচ তারকা ফুটবলার কোডি গাকপো। এছাড়া একবার লক্ষ্যভেদ করেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। সব মিলিয়ে একদিনের দুই ম্যাচ আয়োজন করে প্রস্তুতির শেষটা বেশ ভালো হলো লিভারপুলের।
কিছুদিন আগে স্পেনে এক গাড়ি দূর্ঘটনায় প্রাণ হারান দিয়েগো জতা ও তার ভাই আন্দ্রে সিলভা। জতার মৃত্যুর পর এই প্রথমবার অ্যানফিল্ডে খেলতে নামে লিভারপুল। প্রয়াত ফুটবলারের স্মরণে দুটি ম্যাচেই ২০ মিনিটে (লিভারপুলের হয়ে এ্ জার্সি পরে খেলতেন জতা) করতালি দেন দর্শকরা। এছাড়া জতার শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন লিভারপুলের সাবেক ফুটবলার ফিল থম্পসন ও বিলবাওয়ের প্রেসিডেন্ট জোন উরিয়ার্তে।
কয়েকদিন পরই শুরু হবে ২০২৫-২৬ মৌসুমের ব্যস্ততা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে ইউরোপিয়ান ক্লাবগুলো। সেই ব্যস্ততা একটু বেশিই ছুঁয়েছে লিভারপুলকে। একদিনে দুইবার মাঠে নেমে যেন সেটারই প্রমাণ দিলো ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
প্রাক মৌসুম প্রীতি ম্যাচে অ্যানফিল্ডে অ্যাটলেটিক বিলবাওকে ডেকে এনে দুইবার হারাল লিভারপুল। প্রথম ম্যাচে স্প্যানিশ ক্লাবটিকে ৪-১ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে একচেটিয়া দাপট দেখাতে পারেনি- জিতেছে ৩-২ ব্যবধানে।
মূলত নিজেদের পুরো স্কোয়াডকে খেলার সুযোগ করে দিতেই একদিনে দুই ম্যাচের আয়োজন করে লিভারপুল। দুই ম্যাচ মিলিয়ে ৩০ জনেরও বেশি ফুটবলারকে মাঠে নামায় মার্সিসাইডের ক্লাবটি।
প্রথম ম্যাচে লিভারপুলের হয়ে গোল করেন রিও নুমোহা, ডারউইন নুনেজ, অ্যালেক্স পাদিলা ও হার্ভে এলিয়ট। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের হয়ে দুইবার জালের দেখা পান ডাচ তারকা ফুটবলার কোডি গাকপো। এছাড়া একবার লক্ষ্যভেদ করেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। সব মিলিয়ে একদিনের দুই ম্যাচ আয়োজন করে প্রস্তুতির শেষটা বেশ ভালো হলো লিভারপুলের।
কিছুদিন আগে স্পেনে এক গাড়ি দূর্ঘটনায় প্রাণ হারান দিয়েগো জতা ও তার ভাই আন্দ্রে সিলভা। জতার মৃত্যুর পর এই প্রথমবার অ্যানফিল্ডে খেলতে নামে লিভারপুল। প্রয়াত ফুটবলারের স্মরণে দুটি ম্যাচেই ২০ মিনিটে (লিভারপুলের হয়ে এ্ জার্সি পরে খেলতেন জতা) করতালি দেন দর্শকরা। এছাড়া জতার শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন লিভারপুলের সাবেক ফুটবলার ফিল থম্পসন ও বিলবাওয়ের প্রেসিডেন্ট জোন উরিয়ার্তে।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
১০ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে