দুই ফাইনালিস্ট পেয়ে গেছে আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা ২০২৫। শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে রাজশাহী ও সাতক্ষীরা জেলা। সোমবার (১৯ সে) শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।
সেমিফাইনালে যশোরকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী। শেষ চারের আরেক ম্যাচে একই ব্যবধানে চট্টগ্রামকে হারিয়েছে সাতক্ষীরা। রোববার বিকেলে সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।
'ক' গ্রুপে রাজশাহী, 'খ' গ্রুপে চট্টগ্রাম, 'গ' গ্রুপে যশোর ও 'ঘ' গ্রুপে সাতক্ষীরা চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আসে। শেষ চারের লড়াইয়ে রাজশাহী সহজেই হারিয়েছে যশোরকে। ২৫-০৯, ২৫-১৩ ও ২৫-১৭ পয়েন্টে ম্যাচ জিতে নেয় তারা।
অপর সেমিফাইনালে দ্বিতীয় সেটে সাতক্ষীরাকে কিছুটা ধাক্কা দিয়েছিল চট্টগ্রাম। বাকি দুই সেটে সহজেই জয় পায় সাতক্ষীরা। ২৫-১৪, ২৫-২২ ও ২৫-১৫ পয়েন্টে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। ১২টি জেলা দল নিয়ে শনিবার শুরু হয় আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

