আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রোনালদিনহো বলছেন

‘সময় এখন ইয়ামালের’

স্পোর্টস ডেস্ক

‘সময় এখন ইয়ামালের’
লামিনে ইয়ামালের গোল উদযাপন, ছবি: এক্স হ্যান্ডেল

বার্সেলোনার রাজত্বটা একটা সময় ছিল রোনালদিনহোর হাতে। পরে সাবেক এ ব্রাজিলিয়ান মেগাস্টার কাতালানদের ঝান্ডা তুলে দিয়েছিলেন লিওনেল মেসির হাতে। আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর ইতিহাস গড়েছেন। রেকর্ডের পর রেকর্ড নিজের করে নিয়েছেন। গোলের ফুলঝুরি ছুটিয়ে পেয়েছেন একের পর এক শিরোপার দেখা। মেসির যোগ্য উত্তরসূরি হিসেবে লামিনে ইয়ামালকেই দেখছেন ব্লুগ্রানার ভক্ত সমর্থকরা।

বিজ্ঞাপন

বয়স এখনো ১৮ স্পর্শ করেনি। এত অল্প বয়সেই মাঠের লড়াইয়ে ঝলক দেখিয়ে যাচ্ছেন ইয়ামাল। তার দ্যুতিময় ফুটবলের ক্যারিশমায় মুগ্ধ পুরো ফুটবল দুনিয়া। অনেকে মেসির সঙ্গে তার তুলনাও করতে দ্বিতীয়বার চিন্তা করছেন না। তবে রোনালদিনহো দুজনের মধ্যে তুলনা করতে নারাজ।

স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো জানিয়েছেন, সময় এখন ইয়ামালের, ‘মেসি ও আমি এরইমধ্যে ইতিহাস লিখে ফেলেছি, এখন লামিনে ইয়ামালের পালা। এখন অব্দি, এই তরুণ বয়সেই এতটা মেধা নিয়ে সে যা দেখিয়েছে, সেটা অসাধারণ। তার মতো ফুটবলারদের খেলা উপভোগ করতে আমার ভালো লাগে; তারা ফুটবলের জন্য ভালো। আশা রাখি, আমাদের মতোই ক্যারিয়ার গড়বে সে।’

রোনালদিনহোর বিশ্বাস, দুর্দান্ত ফুটবলের ছন্দটা ধরে রাখতে পারবেন ইয়ামাল, ‘আমি ওই ধরনের তুলনা কখনই পছন্দ করি না। কেননা, প্রতিটি ফুটবলারের খেলার নিজস্ব ধরন থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, লামিনে ইয়ামাল মানুষকে আনন্দ দিচ্ছে। আমি যেমন দিতাম, কিংবা পরে মেসি দিত। আশা করি, এখন পর্যন্ত যে সম্ভাবনা সে দেখিয়েছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে।’

ইয়ামালকে এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে দেখছেন অনেকে। তাদের ভাবনার সঙ্গে মিলে যাচ্ছে রোনালদিনহোর ভাবনাও। বার্সেলোনার এই গ্রেটের বিশ্বাস, একটি ব্যালন ডি’অরে অসন্তুষ্ট থাকবেন না ইয়ামাল, ‘ব্যালন ডি’অর জয়ের মান ইয়ামালের মধ্যে রয়েছে। বিশ্বে দারুণ সব ফুটবলার রয়েছে, ইয়ামাল তাদেরই একজন। মাঠে তার বিচরণ বিস্ময়কর, কেননা সে খুবই তরুণ। কিন্তু সে স্রেফ একবার নয়, অনেকবার ব্যালন ডি’অর জয়ের ইতিহাস গড়ে ফেলতে পারে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন