আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

থামলেন মেসি, থামল মিয়ামি

স্পোর্টস ডেস্ক
থামলেন মেসি, থামল মিয়ামি

আগের ৫ ম্যাচে রীতিমতো উড়ছিলেন লিওনেল মেসি। এই আর্জেন্টাইন ফরওয়ার্ডের পারফরম্যান্সে ভর দিয়ে মেজর লিগ সকারে (এসএলএস) ইন্টার মিয়ামিও পেয়েছে টানা জয়ের দেখা। উড়তে থাকা মেসিকে খুঁজে পাওয়া যায়নি সিনসিনাটির বিপক্ষে। নিজেদের সেরা তারকা ফুটবলারের অনুজ্জল দিনে মিয়ামি হেরেছে ৩-০ গোলে।

এ নিয়ে টানা টানা ৫ জয়ের পর থামল মিয়ামি। জয় পাওয়া সেই ৫ ম্যাচেই গোড়া গোল করেছেন মেসি। মেজর লিগের ইতিহাসে টানা এতোসংখ্যক ম্যাচে একাধিকবার জালের দেখা পায়নি আর কোনো ফুটবলার। এর আগে সবশেষ গত ২৫ মে ফিলাডেলফিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল ফ্লোরিডার ক্লাবটি।

বিজ্ঞাপন

সব মিলিয়ে গত ১১ দিনের ব্যবধানে চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল মিয়ামি। স্বাভাবিকভাবেই ক্লান্তির ছাপ ছিল দলটির খেলোয়াড়ের শরীরী ভাষায়। এর প্রভাব ছিল তাদের আক্রমণে। টিকিউএল স্টেডিয়ামে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন মেসি। বাকিদের মধ্যে অন্য কেউও পারেনি জালে বল জড়াতে। তাই হার নিয়ে ফিরতে হয়েছে মিয়ামিকে।

১৬ মিনিটে জেরার্ডো ভেলেনজুয়েলা সিনসিনাটিকে এগিয়ে নেন। বক্সের বা পাশ থেকে তার নেওয়া শটের নাগাল পাননি অতিথিদের গোলরক্ষক। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন ইভান্টার। বিরতি থেকে ফেরার ৫ মিনিটের মাথায় তার কল্যাণে ব্যবধান বাড়ায় সিনসিনাটি। ৭০ মিনিটে মিয়ামির জালে শেষ পেরেক ঠুঁকে দেন স্বাগতিকদের এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।

২০ ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের পাঁচে আছে মিয়ামি। ২০ ম্যাচে ১১ জয়ে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন