সোমবার শুরু হচ্ছে সার্ভিসেস কাবাডি লিগ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৫: ০৭
সার্ভিসের কাবাডি লিগ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে আগামীকাল সোমবার (২৬ মে) থেকে শুরু হচ্ছে সার্ভিসেস কাবডি লিগ – ২০২৫। ২৬-৩০ মে অনুষ্ঠিত হবে এই আসরটি।

বিজ্ঞাপন

এবারের আসরে ছয়টি সার্ভিসেস দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে - বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। সেখানে চার দলের লড়াই শেষ দুই দল ফাইনালে লড়বে।

২৬ মে বিকেল সাড়ে চারটায় পল্টন কাবাডি স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব মো: আমিনুল ইসলাম, এনডিসি প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

বিষয়:

কাবাডি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত