ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমটা ভালো যাচ্ছে না পেপ গার্দিওলার দল ম্যানসিটির। টেবিলের ছয়ে অবস্থান করছে আকাশী নীল জার্সিধারীরা। পেশাগত ক্যারিয়ারের মতো ব্যক্তিগত জীবনটাও ভালো যাচ্ছে না এই স্প্যানিশ কোচের।
প্রতিবেদনে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট জানিয়েছে, ৩০ বছরের সংসার ভেঙেছে গার্দিওলা ও ক্রিস্টিনার। পারস্পরিক সম্মতিতে গত ডিসেম্বরে আলাদা হয়ে যান তারা। বিষয়টি পরিবারের সদস্য ও বন্ধুদের মধ্যে সীবাবদ্ধ রেখেছিলেন তারা।
পাঁচ বছরে ধরে আলাদা দেশে বাসবাস করছিলেন গার্দিওলা ও ক্রিস্টিনা। পেশাগত কাজে ইংল্যান্ডের ম্যানচেস্টারে থাকছেন সময়ের অন্যতম সেরা কোচ। অন্যদিকে পারিবারিক ব্যবসার কারণে স্পেনের বার্সেলোনায় থাকছেন ক্রিস্টিনা।
১৯৯৪ সাল থেকে একসঙ্গে পথচলা শুরু করেন গার্দিওলা ও ক্রিস্টিনা। ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এই দম্পত্তির ঘরে তিন সন্তান আছে। এরা হলেন মারিয়া, মারিউস ও ভ্যালেন্টিনা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

