হাসপাতাল থেকে মুক্তি

পরবর্তী ম্যাচে এমবাপ্পেকে পাবে রিয়াল?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১৪: ৪৫
আপডেট : ২২ জুন ২০২৫, ১৩: ০৭

ক্লাব বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মাদ্রিদের ক্লাবটি। জায়ান্টদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছিল কিলিয়ান এমবাপ্পের অসুস্থ হয়ে পড়া। এজন্য হাসপাতালেও যেতে হয় ফরাসি তারকাকে। এবার পাচুকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এমবাপ্পেকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে রিয়াল।

জ্বরের কারণে আল হিলালের সঙ্গে পয়েন্ট ভাগ করা ম্যাচে মাঠে নামতে পারেননি এমবাপ্পে। এরপর পেটের সমস্যার কারণে তাকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এক বিবৃতিতে রিয়াল জানায়, পেট ব্যথা ও ডায়রিয়াজনিক রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন এমবাপ্পে। তাকে হাসপাতালে ভর্তির পর বেশকিছু পরীক্ষা করা হয়। সকল পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এমবাপ্পে। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি রিয়াল মাদ্রিদ শিবিরে ফিরে এসেছেন। এমবাপ্পে নির্দিষ্ট চিকিৎসা গ্রহণ চালিয়ে যাবেন এবং ধীরে ধীরে দলের অনুশীলনে ফিরে আসবেন।’

ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় পাচুকার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। আসন্ন ম্যাচে এমবাপ্পেকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে কিছু জানায়নি লস ব্লাঙ্কোসরা। রিয়ালের ওই বিবৃতি বলছে, পাচুকার বিপক্ষে তারকা ফরওয়ার্ডের মাঠে নামার সম্ভাবনা ফিফটি ফিফটি। অবশ্য মাঝখানে দুই দিন থাকায় কিছুটা স্বস্তিই পাচ্ছেন জাবি আলোনসো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত