মেসির ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৬: ০৯
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৭: ৩১

বার্সেলোনা দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন আনসু ফাতি। তাই বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল কাতালানদের আইকনিক ১০ নম্বর জার্সি পাবেন লামিনে ইয়ামাল। অবশেষে সেটা বাস্তবে পরিণত হলো। স্প্যানিশ তরুণ প্রতিভাবান ফুটবলারকে ১০ নম্বর জার্সি পরার অনুমতি দিয়েছে বার্সা।

গত মাসে ইয়ামালের সঙ্গে নতুন চুক্তি করেছে বার্সা। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩১ সালের জুন পর্যন্ত লা লিগার ক্লাবটির হয়ে খেলবেন এই উইঙ্গার। তাই তার হাতে ১০ জার্সি তুলে দেওয়ার পাশাপাশি চুক্তির আনুষ্ঠানিকতাও সেরেছে জায়ান্টরা। আগামী মৌসুম থেকেই এই জার্সি পরে মাঠে নামবেন ইয়ামাল। বার্সায় মেসি ছাড়াও এই জার্সি পরে খেলেছেন দিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো, রিভালদো, রোমারিওদের মতো কিংবদন্তি ফুটবলাররা। সবশেষ সেটার মালিক হলেন ইয়ামাল।

বিজ্ঞাপন

২০০৮ সালে বার্সার ১০ নম্বর জার্সি পান মেসি। ২০২১ সালের গ্রীষ্মে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেওয়ার আগ পর্যন্ত এই জার্সি পরে খেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। এরপর সে জার্সি দেওয়া হয় ফাতিকে। যদিও চোটের কারণে দলে জায়গা ধরে রাখতে পারেননি তিনি।

২০২২-২৩ মৌসুমে বার্সায় অভিষেক হয় ইয়ামালের। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে খেলেছেন ১০৬ ম্যাচ। জালের দেখা পেয়েছেন ২৫ বার। স্পেনের শীর্ষ ক্লাবটির হয়ে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন তিনি।

আইকনিক ১০ নম্বর জার্সি পাওয়ার পর ইয়ামাল বলেন, ‘ছোট বেলায় আমার স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলা, ১০ নম্বর জার্সি গায়ে চাপানো। এই শহরে জন্ম নেওয়া প্রতিটি শিশুই এই স্বপ্ন দেখে। মেসি নিজের পথটা তৈরি করেছেন। আমি আমার পথ তৈরি করব।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত