এশিয়া কাপ

ফাইনালে খেলতে না পেরে ক্ষমা চাইলেন লিটন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ০০
লিটন দাস

এশিয়া কাপের গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে গিয়েছিল বাংলাদেশ। আফগানিস্তান ও হংকংকে হারিয়ে দেশের ছেলেরা নাম লেখায় টুর্নামেন্টের সুপার ফোরে। শ্রীলঙ্কাকে হারানোর পর সুযোগ এসেছিল ফাইনালে খেলার। কিন্তু পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে জাকের আলী অনিকদের বোলিংটা দুর্দান্ত হলেও ব্যাটিং হয়েছে যাচ্ছে তাই। এই সুযোগে বাংলাদেশকে হতাশ করে ফাইনালের টিকিট কাটে সালমান আগার দল। শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে না পারার কষ্টটা ছুঁয়ে গেছে দলের নিয়মিত অধিনায়ক লিটন দাসের হৃদয়।


নিজেদের এই ব্যর্থতার দায় মেনে নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন লিটন দাস। নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে অধিনায়ক লিখেন, 'একটি দল হিসেবে আমরা এশিয়া কাপে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে খেলে শিরোপা জেতা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা করতে পারিনি। একটি দল হিসেবে আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী।'

ইনজুরি দর্শক বানিয়ে রেখেছিল। এ কারণে এশিয়া কাপে দেশের শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি লিটন। এই কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ পড়েছেন তারকা এ ব্যাটসম্যান।

এ নিয়ে নিজের হতাশা না লুকিয়ে লিটন বলেন, 'শেষ দুই ম্যাচে ইনজুরির কারণে খেলতে না পারাটা আমার জন্য ভীষণ কষ্টের। একই কারণে আফগানিস্তান সিরিজেও থাকতে পারছি না। সর্বোচ্চ চেষ্টা করেও সুস্থ হতে পারিনি, এটা দীর্ঘদিন আমাকে কষ্ট দেবে।'

রাজ্যের হতাশায় ডুবে গেলেও ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি লিটন। তাই তো টাইগার অধিনায়ক সঙ্গে যোগ করেন, 'অবশেষে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই টুর্নামেন্টজুড়ে অঢেল সমর্থনের জন্য। খেলোয়াড় হিসেবে আমরা সত্যিই ভাগ্যবান, কারণ আমাদের পৃথিবীর সেরা সমর্থকরা আছে। আশা করি খুব শিগগিরই আপনাদের প্রাপ্য আনন্দ আমরা দিতে পারব।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত