আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেইমারকে পিএসজির উপহার

স্পোর্টস ডেস্ক

নেইমারকে পিএসজির উপহার

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমান নেইমার। ফ্রান্সের রাজধানীর ক্লাবটিতে খেলেছেন ২০২৩ সালের জুন পর্যন্ত। দুই বছর আগে সম্পর্ক ছিন্ন হলেও এখনো নেইমারকে ভুলেনি পিএসজি। তাই বাবা হওয়ায় ব্রাজিলিয়ান তারকাকে উপহার পাঠিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

গত ৫ জুলাই সাও পাওলোর একটি হাসপাতালে জন্ম নেয় নেইমারের কন্যা সন্তান। তার নাম রাখা হয়েছে মেল। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে এটা নেইমারের দ্বিতীয় সন্তান। সব মিলিয়ে চতুর্থবারের মতো বাবা হলেন তিনি।

বিজ্ঞাপন

আনন্দঘন মুহূর্ত আরো রাঙিয়ে দিতে নেইমার এবং তার চার সন্তানের জন্য একটি করে জার্সি পাঠিয়েছে পিএসজি। জার্সিতে প্রত্যেকের নামের পাশাপাশি নেইমারের ১০ নম্বর উল্লেখ আছে।

সেই উপহারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে পিএসজিকে ধন্যবাদ জানিয়েছেন নেইমার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন