আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিফা থেকে সুখবর পেলেন রোনালদোরা

স্পোর্টস ডেস্ক

ফিফা থেকে সুখবর পেলেন রোনালদোরা

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার থেকে সুখবর পেল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। ফুটবলার নিবন্ধনের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলো।সৌদি প্রো লিগের ক্লাবটি। আল নাসরের ওপর এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া হয়েছে। মামলাও আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সৌদি আরবের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অগাস্টে ম্যানচেস্টার সিটি থেকে এমেরিক লাপোর্তকে দলে নেওয়ার চুক্তির অংশ হিসেবে ঠিকমতো অর্থ পরিশোধ না করায় আল নাসরকে শাস্তি দেওয়া হয়েছিল। আল নাস্রের কাছ থেকে ২০২৫ সালের ৩১ অগাস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির ৯০ লাখ ইউরো পাওয়ার কথা ছিল। সেটা নির্ধারিত সময়ে পরিশোধ করেনি তারা।

ক্রিস্তিয়ানো রোনালদো আল নাস্‌রে যোগ দেওয়ার কয়েক মাস পর, ২০২৩ সালের জুলাই মাসেও ক্লাবটিকে একইরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ফিফার এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন দলে খেলোয়াড় ভেড়াতে আর কোনো বাধা থাকল না রোনালদোর ক্লাবের।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন