আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিসিবি-বিএসপিএ মিডিয়া ওয়ার্কশপ

স্পোর্টস রিপোর্টার

বিসিবি-বিএসপিএ মিডিয়া ওয়ার্কশপ

প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) যৌথ উদ্যোগে আজ মিরপুরে তরুণ ক্রীড়া সাংবাদিকদের জন্য একদিনের মিডিয়া ওয়ার্কশপের আয়োজন করা হয়। ‘পিচ টু প্রেস’ নামে আয়োজিত এই ওয়ার্কশপে বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

বিজ্ঞাপন

এই ওয়ার্কশপে আইসিসির সাবেক কর্মকর্তা চান্দ্রিশ নারায়ণ দুটি ও বিসিবির আম্পায়ার্স ম্যানেজার অভি আব্দুল্লাহ আল নোমান একটি সেশন পরিচালনা করেন। ক্রিকেট জার্নালিজমের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, নর্ম ও এথিকস, ইন্টিগ্রিটি, মিডিয়া অ্যাক্রেডিটেশন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন চান্দ্রিশ। ক্রিকেট আইন, কোড অব কন্ডাক্ট ও বিপিএলে কিছু প্লেয়িং কন্ডিশন পরিবর্তন আনা প্রসঙ্গে আলোচনা করেন অভি আব্দুল্লাহ।

দিনব্যাপী ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় ক্রিকেট বোর্ডের পরিচালক, কর্মকর্তারা এবং বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবসহ অনেকেই উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে বিসিবি সভাপতি বলেছেন, ভবিষ্যতে ক্রীড়া সাংবাদিকদের জন্য বড় আকারে ক্রিকেট সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে। ক্রীড়া সাংবাদিকদের উন্নয়নে বিসিবি সব সময় পাশে থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন