আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই লিগে দুই চিত্র

কারণ জানা নেই ইউনাইটেড কোচের

স্পোর্টস ডেস্ক

কারণ জানা নেই ইউনাইটেড কোচের

২০১২-১৩ মৌসুমের পর আর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি মানচেস্টার ইউনাইটডে। হাতে গোনা কয়েক মৌসুম বাদে গত এক যুগের মধ্যে বেশিরভাগ সময়ই ইংল্যান্ডের শীর্ষ লিগে ভুগতে হয়েছে তাদের। চলমান মৌসুমে তো নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় পর করছে। অথচ বিপরীত চিত্র ইউরোপা লিগে। যদিও দুই লিগে নিজেদের দুই রকম অবস্থার কারণ জানা নেই ইউনাইটেডের প্রধান কোচ রুবেন আমেরিমের।

লিগ টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে ইউনাইটেড। ৩৪ ম্যাচের তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। ১০ জয়ের বিপরীতে হেরেছে ১৫ ম্যাচে। নিজেদের ইতিহাসে সবচেয়ে কম পয়েন্ট নিয়ে এবার লিগ মৌসুম শেষ করতে যাচ্ছে রেড ডেভিলরা।

বিজ্ঞাপন

যদিও ইউরোপা লিগে রীতিমতো দুর্ভেদ্য ইউনাইটেড। অপরাজিত থাকা দলটি ফাইনালে এক পা দিয়ে রেখেছে। শেষ চারের প্রথম লেগে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টারের প্রতিনিধিরা। সান মেমেসে অতিথিদের হয়ে জোড়া গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। এছাড়া একবার স্কোরশিটে নাম লেখান কাসেমিরো।

বিলবাওকে হারানোর পর আমোরিম বলেন, ‘কেন এমন হচ্ছে তার কারণ আমি বলতে পারছি না। ইউরোপা লিগে আমাদের জন্য চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। তবে লিগে আমাদের অবস্থা ভালো নয়। দলে কিছু চোট সমস্যা আছে। কখনও আবার ফুটবলারকে জন্য কাজটা কঠিন হয়ে যায়। গত কয়েক বছরে আমরা লিগে উন্নতি করেছি। শুধু ফল আসছে না। ভালো ফুটবল না খেলেও আমরা বেশকিছু ম্যাচ জিতেছি। অন্যদিকে ভালো খেলেও আমাদের হারতে হয়েছে। অনেক সময় ভাগ্যের সহায়তা দরকার হয়।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন