আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জয়ে ফিরল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

জয়ে ফিরল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়বঞ্চিত ছিল আর্সেনাল। অবশেষে তিন ম্যাচ পর জয়ের ট্র্যাকে ফিরল গানাররা। শনিবার রাতে এলান্ড রোডে লিডস ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। দারুণ এ জয়ে ইংলিশ লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও শক্ত করল লন্ডনের ক্লাবটি।

লড়াইয়ের শুরু থেকেই লিডসের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে আর্সেনাল। ক্লাবটির জার্সি গায়ে গোল করেন মার্তিন জুবিমেন্দি, ভিক্টর ইয়োকেরেস ও গ্যাব্রিয়েল জেসুস। সঙ্গে যোগ হয় লিডস গোলকিপার কার্ল ডারলোর ভুলে করা একটি আত্মঘাতী গোল। এতে স্বাগতিকদের ম্যাচে প্রত্যাবর্তনের সব আশা শেষ হয়ে যায়।

দুর্দান্ত এ জয়ে লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ও তিনে থাকা অ্যাস্টন ভিলার থেকে পরিষ্কার ৭ পয়েন্টে এগিয়ে গেল এখন আর্তেতার দলটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...