নতুন মৌসুমের আগেই আলোনসোকে পাচ্ছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ২৩: ৩০

কার্লো আনচেলত্তি বিদায় নেওয়ার পর আগামী মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদের হটসিটে বসবেন জাবি আলোনসো, সেটা একরকম নিশ্চিত। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সে ঘোষণা আসার আগে নতুন খবর দিলেন ইউরোপিয়ান দলবদলের বাজারের সবচেয়ে বিশ্বস্ত মুখ ফাব্রিজিও রোমানো। তার দাবি- নতুন মৌসুম নয়, আগামী জুনেই রিয়ালের প্রধান কোচ হয়ে আসবেন জাবি। আগামী মাসে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। সে টুর্নামেন্ট দিয়েই কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করবেন সাবেক তারকা ফুটবলার।

রোমানো জানিয়েছেন, রিয়ালের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি হয়েছে জাবির। মাদ্রিদের প্রতিনিধিদের কাছ থেকে জাবি কেমন অর্থ নেবেন, তার কোচিং স্টাফে কারা থাকছেন, সব শর্তই চূড়ান্ত করেছে দুই পক্ষ।

বিজ্ঞাপন

বায়ার লেভারকুজেন দিয়ে মূল দলের কোচিং ক্যারিয়ার শুরু করেন আলোনসো। তার অধীনে গত মৌসুমটা স্বপ্নের মতো পার করেছে জার্মান ক্লাবটি। জিতেছে বুন্দেসলিগা ও ডিএফবি পোকাল। সম্প্রতি লেভারকুজেন থেকে বিদায় নিয়েছেন জাবি। এবার তার অসাধারণ কোচিং দক্ষতা কাজে লাগাতে চায় রিয়াল। তার আগে খুব শিগগিরই আনচেলত্তিকে বিদায় জানাবে স্প্যানিশ জায়ান্টরা। তাদের প্রত্যাশা, নতুন কোচের হাত ধরে ঘুচবে এবারের মৌসুমের ব্যর্থতা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত