রাজার শেষের ঝড়

আইএল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন দুবাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ১৪

আইএল টি-টোয়েন্টির সবশেষ আসরের শিরোপা জিতেছে দুবাই ক্যাপিটালস। ফাইনালে ডেজার্ট ভাইপার্সকে ৪ উইকেটে হারিয়েছে তারা। দুবাইয়ের শিরোপা জয়ের নায়ক সিকান্দার রাজা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮৯ রান জড়ো করে ভাইপার্স। লক্ষ্য তাড়ায় শেষ ২ ওভারে দুবাইয়ের দরকার ছিল ২৪ রান। মোহাম্মদ আমিরের করা ১৯তম ওভারে ৩ চার মারেন রাজা। সব মিলিয়ে সে ওভার থেকে আসে ১৫ রান। শেষ ওভারের প্রথম ২ বলে ছয় ও চার মেরে দলের নিশ্চিত করেন জিম্বাবুইয়ান তারকা। ১২ বলে ৩৪ রান অপরাজিত থাকেন তিনি।

বিজ্ঞাপন

রাজা শেষের ঝড়ে দুবাইকে ম্যাচ জেতালেও কম যাননি রোভম্যান পাওয়েল। ৩৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি।

এর আগে ম্যাক্স হোল্ডেন ও স্যাম কারানের ফিফটিতে এই পুঁজি পায় ভাইপার্স। ৭৬ রান করেন হোল্ডেন। কারানের ব্যাট থেকে আসে ৬২ রান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত