এনামুলের হয়ে ব্যাট ধরলেন শান্ত

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৩: ৫০

শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ হারায় সমর্থকদের তোপের মুখে পড়েছে বাংলাদেশ। গল টেস্ট ড্রয়ের পর কলম্বোতে ইনিংস ব্যবধানে হেরেছে ফিল সিমন্সের শিষ্যরা। দলীয় ব্যর্থতাকে পাশ কাটিয়ে অতিথি খেলোয়াড়দের মধ্যে সবার আগে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এনামুল হক বিজয়কে। সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ এই ওপেনার। এমন বাজে সময়ে তার হয়ে ব্যাট ধরলেন সদ্য অধিনায়কত্ব ছেড়ে দেওয়া নাজমুল হোসেন শান্ত।

দু্ই ম্যাচের টেস্ট সিরিজে এনামুলের ব্যাট থেকে এসেছে সাকুল্যে ২৩ রান। এর মধ্যে কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন ১৯ রান। অন্যদিকে গল টেস্টের দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ৪ রান। বাকি দুই ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ হারার পর সংবাদ সম্মেলনে এসে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত। এই ইস্যুতে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাকে। পাশাপাশি সংবাদ সম্মেলনে এনামুলের ব্যাটিং ব্যর্থতার বিষয়টি নিয়েও কথা বলেছেন শান্ত। তার বিশ্বাস, সুযোগ পেলে ভালো করবেন এনামুল।

শান্ত বলেন, ‘প্রথম শ্রেণীর ক্রিকেটে এনামুল ভাইয়ের ৯ হাজার রান আছে। ২৪টি সেঞ্চুরি করেছেন। ফিফটি আছে ৪৯টি। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে আমরা কেন দলে নিব না। মূলত এই চিন্তা করেই উনাকে দলে নেওয়া হয়েছিল। গত কয়েক বছর ধরেই আমাদের ওপেনাররা স্ট্রাগল করছিল। জয়, জাকিররা কিছু ম্যাচ ভালো করেছে। কিন্তু ওরা ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। তাই আমরা এমন একজন খেলোয়াড় খুঁজছিলাম যার পেছনে অনেক রান আছে। সেই সঙ্গে এই সংস্করণে অভিজ্ঞতার বিষয়টি মাথায় ছিল আমাদের।’

শান্ত আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এনামুল ভাই এই সিরিজে ভালো ব্যাটিং করতে পারেননি। সে দলের জন্য ভালো কিছু করতে পারেনি। এটা অবশ্যই হতাশাজনক। আমার বিশ্বাস, সামনে সুযোগ পেলে উনি ভালো করবেন। আমার মনে হয় সিরিজ হারের দায় কেবলমাত্র তার ওপর দেয়াটা বোকামি হবে। দল হিসেবে আমরা ম্যাচটিতে ভালো ক্রিকেট খেলতে পারিনি।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত