জাতীয় দলে না খেলার ঘোষণা

যে শর্তে ফিরবেন লেভানডভস্কি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১৩: ১৭

হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় রবার্ট লেভানডভস্কি জানিয়েছেন, আপাতত পোল্যান্ডের জার্সিতে খেলবেন না তিনি। একই সঙ্গে নিজের সিদ্ধান্ত পরিবর্তনের শর্তও দিয়ে রেখেছেন এই তারকা স্ট্রাইকার। কোচের দায়িত্ব থেকে মিচেল প্রোবিয়ার্জ সরে দাঁড়ালেই ফের দেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

বোঝার বাকি নেই, প্রোবিয়ার্জের সঙ্গে ব্যক্তিগত বিবাদের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন লেভানডভস্কি। প্রীতি ম্যাচে গত ৭ জুন মলদোভাকে ২-০ গোলে হারায় পোল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ জুন ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পোলিশরা। বিশ্রামের জন্য এই ম্যাচ দুটি থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন লেভানডভস্কি। সেটাই ভালো লাগেনি প্রোবিয়ার্জের। তাই বার্সেলোনা তারকাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেন তিনি। নতুন অধিনায়ক হিসেবে জিলিনিস্কিকে বেঁছে নিয়েছেন পোল্যান্ডের প্রধান কোচ।

বিজ্ঞাপন

এরপরই লেভানডভস্কির ওই বার্তা, ‘বর্তমান পরিস্থিতি ও প্রোবিয়ার্জের প্রতি আস্থা হারানোয় আমি সিদ্ধান্ত নিয়েছি যে, তিনি যতদিন পোল্যান্ডের কোচের দায়িত্বে থাকবেন আমি ততোদিন দল থেকে দূরে থাকব। আশা করি, বিশ্বের সেরা সমর্থকদের জন্য আমি আবারও খেলতে পারব।’

আক্রমণভাগের এই ফুটবলার আরও বলেন, ‘আমার চোট ছিল। আমি শারীরিক এবং মানসিকভাবে ভালো ছিলাম না। বিষয়টি আমি কোচকে অবহিত করেছিলাম।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত