স্পোর্টস ডেস্ক
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ২-১ ব্যবধানে কুড়ি ওভারের সিরিজ জিতল সালমান আলী আগার দল।
এর আগে ১৪ রানের জয়ে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নিলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
ফ্লোরিডার লডারহিলে আগে ব্যাট করতে নেমে ১৮৯ রানের বড় পুঁজি পায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৭৬ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। বড় লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে জুয়েল অ্যান্ড্রু, আলিক আথানেজদের ব্যাটে কক্ষপথেই ছিল ক্যারিবিয়ানরা। কিন্তু মাঝের ওভারগুলোতে সুফিয়ান মুকিমের কিপ্টে বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপরও আশা বেঁচে ছিল তাদের। শেষ ৪ ওভারে ৬ উইকেট হাতে রেখে ৪৯ রান করতে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু মুকিমের পাশাপাশি ডেথ ওভারে হারিস রউফ, হাসান আলীদের দারুণ বোলিংয়ে আর সমীকরণ মেলাতে পারেনি তারা। দলটির হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন আথানেজ।
৫১ রান এনে দেন শেরফানে রাদারফোর্ড। ৩৫ বল খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার। ১৫ বল খেলা জুয়েলের অবদান ২৪ রান। পাকিস্তানের হয়ে রউফ, হাসান, মোহাম্মদ নাওয়াজ, সাইম আইয়ুব ও মুকিম একটি করে উইকেট নেন। সবচেয়ে কম রান খরচ করেন মুকিম- ৪ ওভারে ২০ রান দেন এই বাঁহাতি স্পিনার।
এর আগে শাহিবজাদা ফারহান ও সাইমের ফিফটিতে স্কোরবোর্ডে এই সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১৩৮ রান তোলেন তারা। ৭৪ রান আসে ফারহানের ব্যাট থেকে। ৫৩ বল খেলেন এই ওপেনার। ৪৯ বলে ৬৬ রান এনে দেন আরেক ওপেনার সাইম। বাকিদের মধ্যে আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ১৫ রান করেন হাসান নাওয়াজ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৮৯/৪- ২০ ওভার (ফারহান ৭৪, সাইম ৬৬, নাওয়াজ ১৫; রোস্টন চেজ ১/৩১)
ওয়েস্ট ইন্ডিজ: ১৭৬/৬- ২০ ওভার (আথানেজ ৬০, রাদারফোর্ড ৫১, জুয়েল ২৪; মুকিম ১/২০)
ফল: পাকিস্তান ১৩ রানে জয়ী
ম্যাচসেরা: শাহিবজাদা ফারহান
সিরিজ: পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী
সিরিজসেরা: মোহাম্মদ নাওয়াজ
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ২-১ ব্যবধানে কুড়ি ওভারের সিরিজ জিতল সালমান আলী আগার দল।
এর আগে ১৪ রানের জয়ে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নিলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
ফ্লোরিডার লডারহিলে আগে ব্যাট করতে নেমে ১৮৯ রানের বড় পুঁজি পায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৭৬ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। বড় লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে জুয়েল অ্যান্ড্রু, আলিক আথানেজদের ব্যাটে কক্ষপথেই ছিল ক্যারিবিয়ানরা। কিন্তু মাঝের ওভারগুলোতে সুফিয়ান মুকিমের কিপ্টে বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপরও আশা বেঁচে ছিল তাদের। শেষ ৪ ওভারে ৬ উইকেট হাতে রেখে ৪৯ রান করতে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু মুকিমের পাশাপাশি ডেথ ওভারে হারিস রউফ, হাসান আলীদের দারুণ বোলিংয়ে আর সমীকরণ মেলাতে পারেনি তারা। দলটির হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন আথানেজ।
৫১ রান এনে দেন শেরফানে রাদারফোর্ড। ৩৫ বল খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার। ১৫ বল খেলা জুয়েলের অবদান ২৪ রান। পাকিস্তানের হয়ে রউফ, হাসান, মোহাম্মদ নাওয়াজ, সাইম আইয়ুব ও মুকিম একটি করে উইকেট নেন। সবচেয়ে কম রান খরচ করেন মুকিম- ৪ ওভারে ২০ রান দেন এই বাঁহাতি স্পিনার।
এর আগে শাহিবজাদা ফারহান ও সাইমের ফিফটিতে স্কোরবোর্ডে এই সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১৩৮ রান তোলেন তারা। ৭৪ রান আসে ফারহানের ব্যাট থেকে। ৫৩ বল খেলেন এই ওপেনার। ৪৯ বলে ৬৬ রান এনে দেন আরেক ওপেনার সাইম। বাকিদের মধ্যে আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ১৫ রান করেন হাসান নাওয়াজ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৮৯/৪- ২০ ওভার (ফারহান ৭৪, সাইম ৬৬, নাওয়াজ ১৫; রোস্টন চেজ ১/৩১)
ওয়েস্ট ইন্ডিজ: ১৭৬/৬- ২০ ওভার (আথানেজ ৬০, রাদারফোর্ড ৫১, জুয়েল ২৪; মুকিম ১/২০)
ফল: পাকিস্তান ১৩ রানে জয়ী
ম্যাচসেরা: শাহিবজাদা ফারহান
সিরিজ: পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী
সিরিজসেরা: মোহাম্মদ নাওয়াজ
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে