ম্যারাডোনা হতে পারলেন না নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১৩: ৪০

২০২০ সালের নভেম্বরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ডিয়েগো ম্যারাডোনার। নাহলে হয়তো নেইমার জুনিয়রের একটি কাণ্ডে মুখটিপেই হাসতেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তাকেই যে অনুকরণ করতে চেয়েছিলেন নেইমার জুনিয়র। তাতে অবশ্য সফল হতে পারেননি।

ব্রাজিলিয়ান সিরি’এর ম্যাচে রোববার দিবাগত রাতে বোতাফোগোর কাছে ১-০ গোলে হেরেছে সান্তোস। চোট কাটিয়ে উঠার পর এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে নামেন নেইমার। যদিও দলকে পয়েন্ট দিতে পারেননি। উল্টো সান্তোসকে বিপদে রেখে মাঠ ছাড়েন তারকা ফরওয়ার্ড।

বিজ্ঞাপন

নিজেদের মাঠ ভিলা বেলমিরোতে ম্যাচের প্রথমার্ধে ফাউল করে হলুদ কার্ড দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে তার সঙ্গে। তবে সেটা ফাউলের জন্য নয়- হাত দিয়ে গোল করার চেষ্টায়।

ম্যাচের ৭৫ মিনিটের ঘটনা। সান্তোসের গঞ্জালো এস্কাবারের ক্রস ঝাঁপিয়ে ঠেকান বোতোফোগোর গোলরক্ষক জন ভিক্টর। ফিরতি বল পেয়ে যান এগিয়ে আসতে থাকা নেইমার। তার পায়ে লেগে বল ওপরের দিকে উঠার সময় বিপদমুক্ত করার চেষ্টা করেন অতিথিদের এক খেলোয়াড়। কিন্তু তার আগেই হাতের ছোঁয়ায় বল জালে পাঠান নেইমার।

বিষয়টা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই রেফারির কাছে প্রতিবাদ জানান বোতাফোগোর খেলোয়াড়রা। তাতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে। তার মাঠ ছাড়ার দশ মিনিটের মাথায় ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি হজম করে সান্তোস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত