আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শততম টেস্টের আগে মুশফিকের অন্যরকম একদিন

স্পোর্টস ডেস্ক

শততম টেস্টের আগে মুশফিকের অন্যরকম একদিন

বাংলাদেশ দলের অনুশীলন শেষে মুশফিকুর রহিম ও তার সতীর্থদের ব্যস্ততা হোটেলে ফেরার। এরই মধ্যে হুট করে খবর এলো সাংবাদিকদের সঙ্গে ছবি তুলবেন মুশফিকুর রহিম। দুই দশকের লম্বা পথ পেরিয়ে মুশফিকুর রহিম দাঁড়িয়ে শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সকালে প্রথম বাংলাদেশি হিসেবে খেলবেন শততম টেস্ট।

বিজ্ঞাপন

এমন দারুণ এক কীর্তির সামনে দাঁড়িয়ে অনুশীলন কাভার করতে আসা সবার সঙ্গে স্মৃতি জমিয়ে রাখলেন মুশফিক। হুট করে সবাইকে ডেকে মুহূর্তটাকে ফ্রেমবন্দি করেছেন। সবার সঙ্গে শুধু ছবি তুলেই ক্ষান্ত হননি মুশফিক। সাংবাদিকদের চাহিদা অনুযায়ী অটোগ্রাফও দিয়েছেন তিনি।

মুশফিকের এই সাবললি ও স্বস্ফূর্ত উপস্থিতি জানিয়ে দিলো সেঞ্চুরি টেস্ট খেলার এই মাইলফলকের আনন্দ তিনি সবার সঙ্গে ভাগাভাগি করতে চান।

মুশফিকের সেঞ্চুরি টেস্টের আনন্দ রাঙিয়ে যাক তার মিরপুর টেস্টের রানের সেঞ্চুরিতে।

শুভকামনা মুশফিক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...