ক্রিকেট ছেড়ে পুকোভস্কি

এটা আমার জীবন-মরণের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১৭: ১৮

বারবার মাথায় আঘাত পাওয়ায় ক্রিকেট ক্যারিয়ারকে এগিয়ে নিতে পারলেন না উইল পুকোভস্কি। মাত্র ২৭ বছর বয়সেই ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। বিদায়ী বার্তায় জানালেন, জীবন মরণের প্রশ্ন হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে অন্তত ১৫ বার মাথায় আঘাত পেয়েছেন পুকোভস্কি। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে সাত বছরেই ১০ বার মাথায় বলের আঘাত পান। তাই ক্যারিয়ার লম্বা করার স্বপ্ন ভুলে এখন সুস্থভাবে বেঁচে থাকাই তার একমাত্র লক্ষ্য।

বিজ্ঞাপন

২০২১ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় পুকোভস্কির। সেটাই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র ম্যাচ। ২০২৪ সালের মার্চে শেষবারের মতো মাঠে নামেন। শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার পেসার রাইলি মেরিডিথের বাউন্সার তার মাথায় লাগে। তাতেই গুরুতর আঘাত পান। এরপর আর মাঠেই ফিরেতে পারেননি।

এক সাক্ষাৎকারে পুকোভস্কি বলেন, ‘ক্রিকেটের জন্য সবকিছু করেছি। তবে বারবার মাথায় পাওয়ার পর বুঝতে পারলাম আমার পক্ষে এটা চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমার এই সিদ্ধান্তে অনেককেই হতাশ হতে পারেন। কিন্তু এটা আমার জীবন মরণের প্রশ্ন। আমি আর ক্রিকেট খেলতে পারছি না। জীবনের বাকি অংশ বিছানায় কাটাতে হোক সেটা চাই না।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট ছিল আমার ভালোবাসা। আমার স্বপ্ন ছিল দেশের জার্সিতে খেলব, ম্যাচ জিতব এবং ইতিহাস গড়ব। কিন্তু বাস্তবতা আলাদা জিনিস। গত এক বছর ধরে আমি সকালে ঘুম থেকে উঠতে পারতাম না। হেঁটে বের হতে কষ্ট হতো। প্রতিদিন মাথাব্যথা করতো, বমি ভাব হতো, ক্লান্ত লাগতো। এসব আর সহ্য করতে পারছিলাম না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত