এবার হোঁচট খেল ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৩: ০০

খারাপ সময়টা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে আর্সেনালের কাছে। এবার রেড ডেভিলরা হোঁচট খেল ফুলহামের মাঠে। ১-১ গোলের ড্রয়ের অস্বস্তি নিয়েছে ফিরেছে ম্যানইউ। জয়টা যেন কিছুতেই ধরা দিচ্ছে না।

বিজ্ঞাপন

ক্র্যাভেন কটেজে শুরুতে এগিয়ে গিয়েছিল অতিথি ইউনাইটেড। তবে ৬৮ মিনিটে করা রদ্রিগো মুনিজের আত্মঘাতী গোলে। ৭৩ মিনিটে স্বাগতিক ফুলহামকে সমতাসূচক গোল এনে দেন স্মিথ রোয়ে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত