এভাবেও আউট হওয়া যায়!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৭: ৫৬

শাই হোপ যেভাবে আউট হলেন তাতে এই ব্যাটার যে নিজের উইকেটটা উপহার দিয়ে এসেছেন সেটা বললে একটুও ভুল হবে না। তার আউট হওয়ার ধরন ক্রিকেট মহলে রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছে।

ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) রোববার (৩১ আগস্ট) ভোরে মুখোমুখি হয় গায়না আমাজন ওয়ারিয়র্স ও ত্রিনবাগো নাইট রাইডার্স। ম্যাচটিতে গায়ানাকে ৬ উইকেটে হারিয়েছে ত্রিনবাগো। দলের হারের চেয়েও নিজের আউট নিয়ে বেশি মন খারাপ হওয়ার কথা হোপের।

বিজ্ঞাপন

ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬৩ রান তোলে গায়ানা। ম্যাচের ১৫তম ওভারের কথা। টেরেন্স হাইন্ডসের করা সে ওভারের প্রথম বলটি ওয়াইড হয়। ওয়াইড বললে ভুলই হবে। এই পেসারের করা শর্ট স্লোয়ার ডেলিভারিটি ওয়াইড সীমানার অনেক বাইরে দিয়ে যায়।

ঠাঁই না দাঁড়িয়ে থেকে রিভার্স র‌্যাম্প খেলার চেষ্টায় পা বাড়িয়ে ব্যাট চালান হোপ। যদিও ব্যাটে বলে সংযোগ করতে পারেননি তিনি। উল্টো নিয়ন্ত্রণ হারানোয় তার ব্যাট লাগে স্ট্যাম্পে। তাতেই হিট উইকেট হন হোপ। এ সময় ২৯ বলে ৩৯ রানে ব্যাট করছিলেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত