আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সালাহকে ডাকছে সৌদি লিগ

স্পোর্টস ডেস্ক
সালাহকে ডাকছে সৌদি লিগ

লিভারপুলের মিসরীয় তারকা মোহামেদ সালাহ সৌদি লিগে যাচ্ছেন, এই খবর পুরোনো। লিভারপুলের সঙ্গে সালাহ এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন যে, অন্য কোথাও যাওয়ার কথা বিবেচনাও করেননি। ফিরিয়ে দিয়েছিলেন সৌদি লিগের আট হাজার কোটি টাকা আয়ের সুযোগও! গত মৌসুমে চাপা পড়ে যাওয়া সেই খবর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। যার নেপথ্যে লিভারপুলের সঙ্গে সালাহর সাম্প্রতিক বৈরী সম্পর্ক। তাতে আরেকবার গুঞ্জন উঠেছে, সালাহ যাচ্ছেন সৌদি লিগে!

লিভারপুলের সঙ্গে সালাহর চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু গত কয়েক দিনে সালাহ-লিভারপুলের দ্বন্দ্বের ঘটনায় সৌদি ক্লাবগুলো ফের জেগে উঠেছে। লিডস ইউনাইটেডের সঙ্গে লিভারপুলের ৩-৩ গোলে ড্রয়ের পর রীতিমতো বিদ্রোহ করে বসেন সালাহ। আগুনে ঘি ঢেলে দিয়ে বলেন, ‘আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে’। এমন কথা সহজভাবে নেয়নি ক্লাব ও কোচ। সব দেখেশুনে এগোনোর বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি লিগের প্রধান নির্বাহী ওমর মুগারবেল।

সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্ব ফুটবল সম্মেলনে মুগারবেল বলেন, ‘মোহামেদ সালাহকে সৌদি লিগে স্বাগত জানানো হবে, তবে খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করা দায়িত্ব ক্লাবগুলোরই। নিশ্চিতভাবেই সালাহ আগ্রহের কেন্দ্রে থাকা খেলোয়াড়দের একজন।’ এদিকে, আল খলুদ ক্লাবের চেয়ারম্যান বেন হারবার্গ বলেছেন, সালাহ লিগের সঙ্গে ঠিক মানানসই নন। কিছু মানুষ তাকে তারকা হিসেবে পছন্দ করে, সে এ অঞ্চলের লোকও বটে। কিন্তু আমার মনে হয়, সে আমাদের লিগের সঙ্গে মানানসই নন।’ এবার দেখার পালা সালাহ-লিভারপুল-সৌদি লিগ ত্রিমুখী লড়াইয়ে কী ফল আসে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন