জোড়া গোলে রিয়ালকে জেতালেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯: ২০
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১২: ৩৩

স্প্যানিশ লা লিগায় জয়রথ অব্যাহত আছে রিয়াল মাদ্রিদের। মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওভিয়েদোকে ৩-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। প্রতিপক্ষের মাঠ কার্লোস তার্তিয়েরে স্টেডিয়ামে সফরকারীদের এই জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে।

বিজ্ঞাপন

এর আগে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে মৌসুম শুরু করে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে সেদিন লস ব্লাঙ্কোসদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন এমবাপ্পে। এবার ওভিয়েদোর বিপক্ষে জোড়া গোল করলেন এই ফরোয়ার্ড। প্রতিযোগিতার রেকর্ড শিরোপা জয়ী দলটির হয়ে বাকি গোলটা করেন ভিনিসিয়াস জুনিয়র। তার আগে এমবাপ্পের গোলে সহায়তা করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

শক্তির বিচারে ওভিয়েদোর চেয়ে যোজন যোজন এগিয়ে রিয়াল। প্রত্যাশিতভাবেই ২৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফেরা দলটির বিপক্ষে দাপুটে ফুটবল উপহার দিয়েছে মাদ্রিদের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে একের পর এক আক্রমণ করে তারা। যদিও তাদের সব আক্রমণে আটকে যায় প্রতিপক্ষের বিপদসীমায়। বিপরীতে পাল্টা আক্রমণে রিয়াল শিবিরে ভীতি ছড়িয়েছে ওভিয়েদো।

যদিও কাজের কাজ কিছু করতে পারেনি তারা। ৬ শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে ওভিয়েদো। অন্যদিকে রিয়ালের নেওয়া ২৬ শটের মধ্যে ১০টি লক্ষ্যে ছিল। ৩৭ মিনিটে ডেডলক ভাঙে তারা। আর্দা গুলেরের কাছ থেকে বল পেয়ে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান এমবাপ্পে। ওভিয়েদোর রক্ষণভাগের দুই খেলোয়াড় চ্যালেঞ্জ জানিয়েও আটকাতে পারেননি এমবাপ্পেকে।

দ্বিতীয় গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয় ৮৩ মিনিট পর্যন্ত। বদলি নামা ভিনিসিয়াসের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান এমবাপ্পে। দূরের পোস্ট দিয়ে তার ফিনিশিং ছিল দেখার মতো। যোগ করা সময়ে ভিনিসিয়াস নিজেই গোলের খাতায় নাম লিখান। আড়াআড়ি শটে ঠিকানা খুঁজে নেন আক্রমণভাগের এই ফুটবলার। রিয়াল ছাড়ার জোর আলোচনার মাঝে মৌসুমের প্রথম লিগ গোলের দেখা পেলেন ভিনিসিয়াস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত