বিরল রোগ থেকে ফিরে শিরোপার নায়ক তিলক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ২০: ০৯

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ভারতের শিরোপা জয়ের মূল নায়ক তিলক ভার্মা। ফাইনালে তার অপরাজিত ৬৯ রানের ইনিংসেই ট্রফি উঁচিয়ে ধরে ভারত। অথচ এই তিলকই আক্রান্ত হয়েছিলেন র‌্যাবডোমায়োলাইসিস নামক বিরল রোগে, যে রোগে কিডনির ভয়ানক ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতি থেকে সেরে উঠে শিরোপা জয়ের পথের গল্প তিলক বলেছেন ভারতের খ্যাতিমান সঞ্চালক গৌরব কাপুরের ইউটিউব শো ‘ব্রেকফাস্ট অব চ্যাম্পিয়নস’ অনুষ্ঠানে।

২০২২ সালে আইপিএলে নিজের প্রথম মৌসুম খেলার পর তিলকের শরীরে বিরল র‌্যাবডোমায়োলাইসিস রোগের অস্তিত্ব ধরা পড়ে। তাকে উন্নত চিকিৎসার সুযোগ করে সারিয়ে তুলতে সহায়তা করেন তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল মুম্বাই ইন্ডিয়ানসের মালিক আকাশ আম্বানি। তিলক বলেন, ‘এর আগে এই কথা আমি কাউকে বলিনি। আইপিএলে নিজের প্রথম মৌসুমের পর স্বাস্থ্যগত সমস্যায় পড়ি। ফিট থাকতে চেয়েছি। কিন্তু আমার র‌্যাবডোমায়োলাইসিস ধরা পড়ে, যেটাতে পেশি ভেঙে যায়। তখন ঘরোয়ায় খেলে টেস্ট দলে জায়গা পাওয়ার লক্ষ্য ছিল।’

বিজ্ঞাপন

২০২৩ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারতের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক তিলকের। দেশের হয়ে এ পর্যন্ত ৪টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরিও আছে তার।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত