৯ মিনিটের ঝড়ে শেষ আটে চেলসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০: ৫৩
আপডেট : ২৯ জুন ২০২৫, ১০: ৫৬

ক্লাব বিশ্বকাপের শেষ আটে পা রেখেছে চেলসি। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে বেনফিকাকে ৪-১ গোলে হারিয়েছে তারা। সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে ৯ মিনিটের ঝড়ে শেষ হাসি হেসেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি।

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দল জালের দেখা পায়নি। ৬৪ মিনিটে ডেডলক ভাঙে চেলসি। ইংলিশ রাইট ব্যাক রিস জেমসের গোলে এগিয়ে যায় জায়ান্টরা। এই গোলের ওপর দাঁড়িয়ে প্রায় জিতেই যাচ্ছিল চেলসি। কিন্তু ৮৬ মিনিটে বাঁধ সাধে প্রকৃতি। ঝড় ও বজ্রপাতের শঙ্কায় ম্যাচ স্থগিত করে দেন রেফারি। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের মাঠে নামে দুই দলের খেলোয়াড়রা। ৯২ মিনিটে জিয়ানলুকা প্রেসতিয়ান্নি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বেনফিকা।

বিজ্ঞাপন

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে স্পট কিক থেকে অ্যাঞ্জেল ডি মারিয়া গোল করলে ম্যাচে ফেরে পর্তুগিজ ক্লাবটি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই বাজিমাত করে চেলসি। ১০৮ থেকে ১১৭- এই ৯ মিনিটের মধ্যে লন্ডনের ক্লাবটির হয়ে গোল করেন ক্রিস্টোফার এনকুকু, পেদ্রো নেতো ও কিয়েরনান হল। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে এনজো মারেস্কার শিষ্যরা।

শেষ ষোল’র অপর ম্যাচে বোতাফোগোকে ১-০ গোলে হারিয়েছে পালমেইরাস। অতিরিক্ত সময়ে তাদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন পাওলিনহো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত