ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরটা মোটেই ভালো যায়নি লক্ষ্ণৌ সুপার জায়ান্টের। ব্যাট হাতেও আসরজুড়ে কিছুই করতে পারেননি তাদের অধিনায়ক ঋষভ পন্তও। ২৭ কোটিতে বিক্রি হওয়া পন্ত পুরো আসরে রান করেছেন ২৬৯। জরিমানা গুনেছেন ৬৬ লাখ টাকা।
লক্ষ্ণৌর শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে স্লো ওভাররেটের জন্য পন্তকে জরিমানা করা হয়েছে। আইপিএলের আচরণবিধি অনুযায়ী, এ নিয়ে তৃতীয়বারের মতো এই কাজ করেছে পন্তের দল। ফলাফল হিসেবে পন্তকে ৩০ লাখ রুপি (৬৬ লাখ টাকা) জরিমানার পাশাপাশি দলের সবাইকে ১২ লাখ রূপি করে শাস্তি দেওয়া হয়েছে।
এদিকে আইপিএলে রেকর্ড ২৭ কোটি রুপিতে বিক্রি হলেও দাম অনুযায়ী কিছুই করতে পারলেন না এই উইকেটকিপার ব্যাটার। লক্ষ্ণৌর ২৭ কোটি রুপিই পানিতে গেছে! পন্তের কাছ থেকে প্রতিটি রানের জন্য ফ্র্যাঞ্চাইজিটির খরচ হয়েছে ১০ লাখ ৩ হাজার ৭১৭ রূপি।
পন্তের এমন অফ ফর্মে তার দলও যেতে পারেনি শেষ চারে। টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট টেবিলের সাতে থেকে। ১৪ ম্যাচে লক্ষ্ণৌর জয় মাত্র ৬টিতে।

