গ্রুপ পর্বে ভারত ও সুপার সিক্সে ইংল্যান্ডে কাছে হারে আগেই শেষ হয় বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ আশা। শেষ সম্বল ছিল স্বান্তনার জয়ে বিশ্বকাপ মিশন শেষ করার। গতকাল হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশের যুবারা। লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে ২৪ রানে ৫ উইকেট নেন ইকবাল হোসেন ইমন।
হারারেতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ৫৯ ও রিজান হোসেনের ৪৭ রানে ভর করে ৯ উইকেটে ২৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ে এই লক্ষ্য আর তাড়া করতে পারেনি। আল ফাহাদ ও ইকবাল হোসেব ইমনের বোলিং তোপে মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক সিমবারাশে মুদজেনগেরের। এছাড়া শেলটন মাজভিতোরেরা করেন ৪২ রান। বাংলাদেশের হয়ে ইমন ২৪ রানে নেন ৫ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৫৩/৯, ৫০ ওভার (আজিজুল ৫৯, রিজান ৪৭, ব্লিগনাউট ২/৪১)।
জিম্বাবুয়ে: ১৭৯/১০, ৪৮.৪ ওভার (মুদজেনগেরে ৭০, মাজভিতোরেরা ৪২, ইমন ৫/২৪)।
ফল: বাংলাদেশ ৭৪ রানে জয়ী।
ম্যাচসেরা: ইকবাল হোসেন ইমন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

