ক্রাইস্টচার্চ টেস্টে বোলারদের দাপট চলছেই। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের দাপটে প্রথম ইনিংসে ২৩১ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় দিনে দাপট দেখালেন নিউজিল্যান্ডের বোলাররা। জ্যাকব ডাফির দাপটে প্রথম ইনিংসে ক্যারিবীয়রা গুটিয়ে যায় ১৬৭ রানে। ৬৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩২ রান তুলেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে তারা এগিয়ে ৯৬ রানে।
৭০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। গতকাল সকালের সেশনে মাত্র তিন বল খেলে কোনো রান যোগ না করেই গুটিয়ে গেছে তারা। এরপর শুরু হয় কিউই বোলারদের দাপট। যদিও ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল বাজে। দলীয় ১০ রানের মধ্যে ফিরে যান ওপেনার জন ক্যাম্পবেল ও অ্যালিক অ্যাথানাজে। এরপর তৃতীয় উইকেটে তেজনারায়ণ চন্দরপল ও শাই হোপ মিলে ১৯৯ বলে ৯০ রানের জুটি গড়েন। দলীয় ১০০ রানে হোপ আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। ৭৫.৪ ওভারে ১৬৭ রানে থামে তাদের প্রথম ইনিংসে। মাত্র ৬৭ রান তুলতে হারায় ৮টি উইকেট।
নিউজিল্যান্ড এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ৩২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে) :
নিউজিল্যান্ড: ২৩১ ও ৩২/০ (ল্যাথাম ১৪*, কনওয়ে ১৫*; রোচ ১৩/০, সিলস ৮/০)
ওয়েস্ট ইন্ডিজ: ১৬৭ (হোপ ৫৬, চন্দরপল ৫২, ইমলাচ ১৪; ডাফি ৫/৩৪, হেনরি ৩/৪৩, ফোকস ২/৩২)।

