আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বাদ পড়েছেন টিম রবিনসন। তবে অবাক করেছে দুই পেসার লকি ফার্গুসন ও ম্যাট হেনরির জায়গা পাওয়াটা। কেননা, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই কিছুদিন পিতৃত্বকালীন ছুটিতে থাকতে পারেন দুজন। এই দুজনসহ চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা আরো কয়েকজন খেলোয়াড়কে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিবৃতিতে জানিয়েছে, চোটে থাকা সব ক্রিকেটারই পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে এবং টুর্নামেন্ট শুরুর আগে ফিট হয়ে ওঠার পথেই রয়েছে।’ ফার্গুসন ও হেনরির ছুটি নিয়ে এনজেডসির বিবৃতিতে বলা হয়, ‘টুর্নামেন্ট চলাকালে ফার্গুসন ও হেনরির সঙ্গিনীদের সন্তান জন্ম দেওয়ার কথা থাকায় তাদের স্বল্পমেয়াদি পিতৃত্বকালীন ছুটি দেওয়ার সম্ভাবনা রয়েছে।’

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড : মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট ও ইশ সোধি।

রিজার্ভ : কাইল জেমিসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন