হ্যাটট্রিক করে আল নাসরকে জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১০: ৫৬
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১১: ১৮

গত ফেব্রুয়ারিতে ৪০ এ পা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও বয়সটা তার কাছে কেবলই সংখ্যা মাত্র। মাঠের পারফরম্যান্সেই নিয়মিত সেটার প্রমাণ দিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড। তারই ধারাবাহিকতায় সবশেষ রিও আভের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন রোনালদো। তার হ্যাটট্রিক ভর করে প্রীতি ম্যাচটিতে ৪-০ গোলে জিতেছে আল নাসের।

এস্তাদিও আলগার্ভে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আল নাসর। তাদের আধিপত্যে একরকম বোতলবন্দী ছিল পর্তুগিজ ক্লাবটি। ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের ব্যর্থতায় জয়ের ব্যবধান বড় করতে পারেনি আল নাসর।

বিজ্ঞাপন

হ্যাটট্রিক করলেও রোনালদোর শুরুটা ছিল হতাশাময়। একাধিক সুযোগ হাতছাড়া করেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। রোনালদোর সুযোগ নষ্টের ভীড়ে ১৫ মিনিটে মোহামেদ সিমাকানের গোলে লিড নেয় আল নাসর। জোয়াও ফেলিক্সের অ্যাসিস্টে জালে বল জড়ান সিমাকান।

বেশ কয়েকবার হতাশ করার পর অবশেষে ৪৪ মিনিটে আল নাসর ডাগ আউটে উৎসবের উপলক্ষ্য এনে দেন রোনালদো। সতীর্থ ফেলিক্সের সহায়তায় জালে বল জড়ান তিনি।

৬৩ পেনাল্টি পায় আল নাসর। নিঃস্বার্থভাবে রোনালদো সেই পেনাল্টি শট নেওয়ার জন্য সাদিও মানেকে আমন্ত্রণ জানান। মানের পেনাল্টি ঠেকিয়ে দেন আভের গোলরক্ষক সেজারি মিসতা। যদিও এই দুঃখ ভুলতে মাত্র ১৬ সেকেন্ড সময় লাগে রোনালদোর। ওয়েসলির বাড়ানো বল থেকে দারুন এক হেডে দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন সিআরসেভেন।

৫ মিনিট পর প্রতিপক্ষের ডি বক্সে ফেলিক্স ফাউলের শিকার হলে ফের পেনাল্টি পায় আল নাসর। এ যাত্রায় আর অন্য কাউকে পেনাল্টির দায়িত্ব দেননি রোনালদো। স্পট কিক থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি আল নাসর।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত