লামিনে ইয়ামালকে ফ্লিকের পরামর্শ
স্পোর্টস ডেস্ক
ফুটবল দুনিয়ায় দারুণ সাড়া ফেলে যাচ্ছেন লামিনে ইয়ামাল। দুর্বার পারফরম্যান্সে একটু একটু করে জায়গা করে নিচ্ছেন ফুটবলপ্রেমী থেকে ফুটবল পণ্ডিতদের মনের কোণে। অনেকে ভবিষ্যৎ সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখছেন এ স্প্যানিশ তরুণের মাঝে। তার মাঝে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের ছায়া দেখছেন কেউ কেউ। তবে সেই সম্ভাবনা কাজে লাগিয়ে নিজেকে ফুটবল জাদুকর হয়ে ওঠা কঠিন। অনেকে শুরুতে ঝলক দেখালেও ধীরে ধীরে হারিয়ে যান। যেটা যেন না হয়, সেজন্য দলের এ ওয়ান্ডার কিডকে উপায় বাতলে দিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
জার্মান ফুটবল গুরু ফ্লিক মনে-প্রাণেই চান ইয়ামাল হয়ে উঠুক ভবিষ্যতের মেসি-রোনালদো। নিজেকে সেই অনন্য উচ্চতায় পৌঁছে দিতে কী কী করতে হবে? কোন পথে হাঁটতে হবে? ইয়ামালকে ফুটবলের চূড়ায় উঠার পথ বাতলে দিয়ে ফ্লিকে বলেন, ‘ইয়ামাল জানে, আমি তার কাছে কী চাই। কেউ যখন এই পর্যায়ের ফুটবল খেলতে পারে, তখন তা বারবার মেলে ধরতে হয়। ব্যাপারটি স্রেফ এক ম্যাচের নয়। কোনো ফুটবলার যতই ভালো হোক না কেন, আরো ভালো হয়ে ওঠার সুযোগ থাকে এবং তাকেও সেটাই করতে হবে। স্রেফ প্রতিভার ব্যাপার এখানে নয়, সে যে ধরনের জিনিয়াস- রোনালদো, মেসি, বড় বড় ফুটবলারের পর্যায়ে যেতে এসবের সঙ্গে কঠোর পরিশ্রমও প্রয়োজন।’
যেভাবে চারদিকে- মানে বিশ্ব গণমাধ্যমে ইয়ামালকে নিয়ে আলোচনা হচ্ছে। প্রশংসার সাগরে ভেসে চলেছেন এ তরুণ তুর্কি। কিন্তু আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না। অধ্যবসায়ের মাধ্যমে লক্ষ্যের ঠিকানায় নোঙর ফেলতে ছুটে চলতে হবে ইয়ামালকে, ‘আমাদের সবার ধীরস্থির থাকতে হবে। অপেক্ষায় থাকতে হবে দেখার জন্য। আমরা খুবই খুশি যে সে আমাদের হয়ে খেলছে এবং ১৭ বছর বয়সে যে পর্যায়ের ফুটবল সে খেলছে, এটা অবিশ্বাস্য। তবে সেও জানে যে তাকে কতটা পরিশ্রম করতে হবে এটা ধরে রাখতে এবং ভালো থেকে আরো ভালো হয়ে উঠতে। আমার মনে হয়, সেও এরকমই চায়। ভালোর শেষ নেই।’
ফুটবল দুনিয়ায় দারুণ সাড়া ফেলে যাচ্ছেন লামিনে ইয়ামাল। দুর্বার পারফরম্যান্সে একটু একটু করে জায়গা করে নিচ্ছেন ফুটবলপ্রেমী থেকে ফুটবল পণ্ডিতদের মনের কোণে। অনেকে ভবিষ্যৎ সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখছেন এ স্প্যানিশ তরুণের মাঝে। তার মাঝে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের ছায়া দেখছেন কেউ কেউ। তবে সেই সম্ভাবনা কাজে লাগিয়ে নিজেকে ফুটবল জাদুকর হয়ে ওঠা কঠিন। অনেকে শুরুতে ঝলক দেখালেও ধীরে ধীরে হারিয়ে যান। যেটা যেন না হয়, সেজন্য দলের এ ওয়ান্ডার কিডকে উপায় বাতলে দিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
জার্মান ফুটবল গুরু ফ্লিক মনে-প্রাণেই চান ইয়ামাল হয়ে উঠুক ভবিষ্যতের মেসি-রোনালদো। নিজেকে সেই অনন্য উচ্চতায় পৌঁছে দিতে কী কী করতে হবে? কোন পথে হাঁটতে হবে? ইয়ামালকে ফুটবলের চূড়ায় উঠার পথ বাতলে দিয়ে ফ্লিকে বলেন, ‘ইয়ামাল জানে, আমি তার কাছে কী চাই। কেউ যখন এই পর্যায়ের ফুটবল খেলতে পারে, তখন তা বারবার মেলে ধরতে হয়। ব্যাপারটি স্রেফ এক ম্যাচের নয়। কোনো ফুটবলার যতই ভালো হোক না কেন, আরো ভালো হয়ে ওঠার সুযোগ থাকে এবং তাকেও সেটাই করতে হবে। স্রেফ প্রতিভার ব্যাপার এখানে নয়, সে যে ধরনের জিনিয়াস- রোনালদো, মেসি, বড় বড় ফুটবলারের পর্যায়ে যেতে এসবের সঙ্গে কঠোর পরিশ্রমও প্রয়োজন।’
যেভাবে চারদিকে- মানে বিশ্ব গণমাধ্যমে ইয়ামালকে নিয়ে আলোচনা হচ্ছে। প্রশংসার সাগরে ভেসে চলেছেন এ তরুণ তুর্কি। কিন্তু আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না। অধ্যবসায়ের মাধ্যমে লক্ষ্যের ঠিকানায় নোঙর ফেলতে ছুটে চলতে হবে ইয়ামালকে, ‘আমাদের সবার ধীরস্থির থাকতে হবে। অপেক্ষায় থাকতে হবে দেখার জন্য। আমরা খুবই খুশি যে সে আমাদের হয়ে খেলছে এবং ১৭ বছর বয়সে যে পর্যায়ের ফুটবল সে খেলছে, এটা অবিশ্বাস্য। তবে সেও জানে যে তাকে কতটা পরিশ্রম করতে হবে এটা ধরে রাখতে এবং ভালো থেকে আরো ভালো হয়ে উঠতে। আমার মনে হয়, সেও এরকমই চায়। ভালোর শেষ নেই।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৭ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১১ ঘণ্টা আগে