স্পোর্টস ডেস্ক
গত ফেব্রুয়ারিতে ৪০ এ পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই বয়সে এসেও সিআরসেভেনের চেহারায় তারুণ্যের ছাপ স্পষ্ট। বিষয়টি নিয়ে কৌতুহলের শেষ নেই নেটিজেনদের। অবশেষে রোনালদোর তারুণ্যময় চেহারার রহস্য জানালেন ড. ইলি লেভিন।
লেভিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্লাস্টিক সার্জন। ক্যারিয়ারে অসংখ্য নামিদামি মানুষের প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি। যদিও এই তালিকায় নেই রোনালদোর নাম। এরপরও দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে আল নাসর তারকার তারুণ্য ধরে রাখার একটা ধারণা দিয়েছেন তিনি।
৪০ এ এসেও রোনালদো কিভাবে এই চেহারা ধরে রেখেছেন সে রহস্য জানতে সম্প্রতি লেভিনের সঙ্গে কথা বলেছেন ডেইলি মেইলের সাংবাদিক ইসাবেল বাল্ডউইন। লেভিন জানিয়েছেন, তারুণ্য ধরে রাখতে ধীরে ধীরে একাধিক প্রসাধনমূলক সার্জারি করিয়েছেন রোনালদো।
লেভিনের মতে, নাকের আকার সুন্দর করতে রাইনোপ্লাস্টি বা নোজ জব করিয়েছেন রোনালদো। এই প্রক্রিয়ায় নাকের হাড় ভেঙে নতুন করে সাজানো হয়।
লেভিনের বিশ্বাস, সার্জারির মাধ্যমে মাড়ির আকারও ছোট করেছেন রোনালদো। যেন হাঁসলে দাঁত আরো সুন্দর দেখায়।
লেভিনের ধারণাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ ক্যারিয়ারের শুরুতে খোদ রোনালদো নিজেই সার্জারির কথা স্বীকার করেছিলেন। বর্নাঢ্য ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ইউরোপ সেরা ক্লাবে হয়ে খেলা রোনালদো জানান- দাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য অর্থোডন্টিক চিকিৎসা নিয়েছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে ৪০ এ পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই বয়সে এসেও সিআরসেভেনের চেহারায় তারুণ্যের ছাপ স্পষ্ট। বিষয়টি নিয়ে কৌতুহলের শেষ নেই নেটিজেনদের। অবশেষে রোনালদোর তারুণ্যময় চেহারার রহস্য জানালেন ড. ইলি লেভিন।
লেভিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্লাস্টিক সার্জন। ক্যারিয়ারে অসংখ্য নামিদামি মানুষের প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি। যদিও এই তালিকায় নেই রোনালদোর নাম। এরপরও দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে আল নাসর তারকার তারুণ্য ধরে রাখার একটা ধারণা দিয়েছেন তিনি।
৪০ এ এসেও রোনালদো কিভাবে এই চেহারা ধরে রেখেছেন সে রহস্য জানতে সম্প্রতি লেভিনের সঙ্গে কথা বলেছেন ডেইলি মেইলের সাংবাদিক ইসাবেল বাল্ডউইন। লেভিন জানিয়েছেন, তারুণ্য ধরে রাখতে ধীরে ধীরে একাধিক প্রসাধনমূলক সার্জারি করিয়েছেন রোনালদো।
লেভিনের মতে, নাকের আকার সুন্দর করতে রাইনোপ্লাস্টি বা নোজ জব করিয়েছেন রোনালদো। এই প্রক্রিয়ায় নাকের হাড় ভেঙে নতুন করে সাজানো হয়।
লেভিনের বিশ্বাস, সার্জারির মাধ্যমে মাড়ির আকারও ছোট করেছেন রোনালদো। যেন হাঁসলে দাঁত আরো সুন্দর দেখায়।
লেভিনের ধারণাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ ক্যারিয়ারের শুরুতে খোদ রোনালদো নিজেই সার্জারির কথা স্বীকার করেছিলেন। বর্নাঢ্য ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ইউরোপ সেরা ক্লাবে হয়ে খেলা রোনালদো জানান- দাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য অর্থোডন্টিক চিকিৎসা নিয়েছেন তিনি।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে