রোনালদোর তারুণ্যের রহস্য জানালেন প্লাস্টিক সার্জন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৪: ১৬
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৫: ০০

গত ফেব্রুয়ারিতে ৪০ এ পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই বয়সে এসেও সিআরসেভেনের চেহারায় তারুণ্যের ছাপ স্পষ্ট। বিষয়টি নিয়ে কৌতুহলের শেষ নেই নেটিজেনদের। অবশেষে রোনালদোর তারুণ্যময় চেহারার রহস্য জানালেন ড. ইলি লেভিন।

লেভিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্লাস্টিক সার্জন। ক্যারিয়ারে অসংখ্য নামিদামি মানুষের প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি। যদিও এই তালিকায় নেই রোনালদোর নাম। এরপরও দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে আল নাসর তারকার তারুণ্য ধরে রাখার একটা ধারণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

৪০ এ এসেও রোনালদো কিভাবে এই চেহারা ধরে রেখেছেন সে রহস্য জানতে সম্প্রতি লেভিনের সঙ্গে কথা বলেছেন ডেইলি মেইলের সাংবাদিক ইসাবেল বাল্ডউইন। লেভিন জানিয়েছেন, তারুণ্য ধরে রাখতে ধীরে ধীরে একাধিক প্রসাধনমূলক সার্জারি করিয়েছেন রোনালদো।

লেভিনের মতে, নাকের আকার সুন্দর করতে রাইনোপ্লাস্টি বা নোজ জব করিয়েছেন রোনালদো। এই প্রক্রিয়ায় নাকের হাড় ভেঙে নতুন করে সাজানো হয়।

লেভিনের বিশ্বাস, সার্জারির মাধ্যমে মাড়ির আকারও ছোট করেছেন রোনালদো। যেন হাঁসলে দাঁত আরো সুন্দর দেখায়।

লেভিনের ধারণাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ ক্যারিয়ারের শুরুতে খোদ রোনালদো নিজেই সার্জারির কথা স্বীকার করেছিলেন। বর্নাঢ্য ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ইউরোপ সেরা ক্লাবে হয়ে খেলা রোনালদো জানান- দাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য অর্থোডন্টিক চিকিৎসা নিয়েছেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত