মাল্টি ন্যাশনাল কোম্পানি (এমএনসি) চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫ এর শিরোপা জিতেছে রবি আজিয়াটা পিএলসি। গত ১৪ মে টুর্নামেন্টের ফাইনালে গ্রামীণফোনকে ৪৪ রানে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরে তারা। রবি ও গ্রামীণফোন ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নিয়েছিল জেটিআই, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও পোয়েটিকজেম ইন্টারন্যাশনাল।
ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটি মাঠে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে ২১৯ রান জড়ো করে রবি। জবাব দিতে নেমে ১৭৫ রানে থামে গ্রামীণফোনের ইনিংস। সহজ জয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রবি।
ফাইনালে গ্রামীণফোনকে হারাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন রবির জামিউল হক অন্তু। ৬৬ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন এই ওপেনার। জয়ের ভীগ গড়ে দিয়ে ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি পান অন্তু। ফাইনালের মতো টুর্নামেন্টেজুড়ে দুর্দান্ত ছিলেন অন্তু। ৭ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৭১ রান। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন এই ব্যাটার।
চ্যাম্পিয়ন হয়ে রবির অধিনায়ক শাকিব আহমেদ বলেন, ‘এই জয় শুধু ক্রিকেট নয়, এটি সব ক্ষেত্রেই আমাদের একতা, দৃঢ় সংকল্প আর জয়ের মানসিকতার প্রতিচ্ছবি। আমরা গর্বিত আমাদের প্রতিটি সদস্য নিয়ে, যারা এই অসাধারণ যাত্রায় অবদান রেখেছেন।’

