নতুন কোচ পাচ্ছে রোনালদোর আল নাসের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০১: ০০

সম্প্রতি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে স্টেফানো পিওলির সঙ্গে চুক্তি বাতিল করে আল নাসের। শূন্যস্থানে জর্জ জেসুসকে বসাতে যাচ্ছে সৌদি প্রো লিগের ক্লাবটি।

আল নাসেরের পরবর্তী কোচ হতে যাচ্ছেন জেসুস- বিষয়টি নিশ্চিত করেছেন দলবদলের সবচেয়ে বিশ্বস্ত মুখ ফ্যাব্রিজিও রোমানো। দুই পক্ষ নাকি ইতোমধ্যে মৌখিক চুক্তিতে সম্মত হয়েছে। যেকোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

বিজ্ঞাপন

জেসুসের জন্য সৌদি প্রো লিগে কোচিংয়ের অভিজ্ঞতা নতুন নয়। এর আগে দুই মেয়াদে সৌদি আরবের শীর্ষ ক্লাব আল হিলালের ডাগআউটে ছিলেন তিনি। এবার শত্রু ক্লাবের সাবেক কোচকে নিজেদের করে পাচ্ছে আল নাসের।

বিষয়:

আল নাসের
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত