খেলা শুরুর আগ মুহূর্তে হুট করে মাঠে পড়ে যান ঢাকা ক্যাপিটালসের সহকারি কোচ মাহবুব আলী জ্যাকি। পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হুট করে মাঠে পড়ে যান তিনি। মাঠে তাকে সিপিআর দেওয়া হয়। তবুও তাকে বাঁচানো যায়নি। হাসপাতালে নেওয়ার পর জানা যায়, তিনি মৃত্যুবরণ করেছেন। বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী।
ম্যাচ শুরুর আগে ঢাকা ক্যাপিটালস দলকে ফিল্ডিং অনুশীলন করাচ্ছিলেন মাহবুব আলী জ্যাকি। সে সময়ই হুট করে মাঠে পড়ে যান তিনি। ঠিক কী কারণে পড়ে যান, তা তখন বোঝা যায়নি। মিনিটখানিকের মধ্যে তার অবস্থা বুঝে হৃদরোগে আক্রান্ত হওয়ার ব্যাপারটি নিশ্চিত হওয়ার পর মাঠে দৌড়ে আসেন মাঠে থাকা রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ফিজিওরা।
মাঠে মিনিট পাঁচেকের মতো সিপিআর দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাতে কাজ না হওয়ায় দ্রুতই অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় হাসপাতালে। সেখানে নিয়ে আইসিইউতে ভর্তি করানো হয়। তবে পরবর্তীতে আর বাঁচানো সম্ভব হয়নি তাকে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দেবাশিস চৌধুরী বলেন, ‘হ্যাঁ, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে উনি মারা গেছেন।’ এখন তার লাশ কোথায় নেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। হাসপাতালের কাছ থেকে ডেথ সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায় আছে বিসিবি। এখনও পরিবারের কেউ সিলেট এসে পৌঁছায়নি। ফলে এখনও বিষয়টি নিয়ে অপেক্ষায় আছে বিসিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

