মনে করেন নাফিস ইকবাল

লিটনের ঘুরে দাঁড়ানো সহজ ছিল না

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৬: ৫১
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৭: ২০

অফফর্মে থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল সহ্য করতে হচ্ছিল লিটন কুমার দাসকে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে রান করেছেন। সেই সঙ্গে তার নেতৃত্বে প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। দলটির ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ট্রল সহ্য করে ঘুরে দাঁড়ানোটা মোটেও সহজ ছিল না লিটনের জন্য।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি লিটন। এরপর একাদশ থেকে বাদ পড়েন। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হন- করেন মাত্র ৬ রান। তাতে তাকে নিয়ে সমালোচনা বেড়ে যায়। এরই মাঝে দ্বিতীয় ম্যাচে ৫০ বলে খেলেন ৭৬ রানের ইনিংস। শেষ টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে ৩২ রান। সিরিজসেরার পুরস্কার উঠেছে লিটনের হাতে।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে লিটনের প্রসঙ্গ উঠতেই সাংবাদিকদের নাফিস বলেন, ‘লিটনের জন্য কাজটা মোটেও সহজ ছিল না। ও যেভাবে সিরিজে আসছিল, বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিল। আমরা জানি আমাদের দেশের মানুষ যেহেতু আবেগপ্রবণ, তাই কেউ বাজে ফর্মের মধ্য দিয়ে গেলে সবাই ট্রল করে। এসবের মধ্যে ফর্মে ফেরা এবং দলকে নেতৃত্ব দেওয়া- সব মিলিয়ে আমি বলব লিটন অসাধারণ ভূমিকা পালন করেছে। ও নিজের চরিত্র দেখিয়েছে। আশা এবং দোয়া থাকবে- যেন এটা ধরে রাখতে পারে।’

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত