অতীত মনে করিয়ে দুর্দান্ত কামব্যাকের বার্তা রিয়ালের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৬: ১৯

রিয়াল মাদ্রিদ মানেই যেন দুর্দান্ত সব কামব্যাকের গল্প, হাল ছেড়ে না দিয়ে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া। ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে থেকেও জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়া। বিশেষ করে গত কয়েক বছরে বিভিন্ন প্রতিযোগিতায় অনেকবার ঘুরে দাঁড়িয়ে শেষ হাসি হেসেছে লস ব্লাঙ্কোসরা। আর্সেনালের বিপক্ষেও তেমন কিছুর বার্তাই দিলেন দলটির কোচ কার্লো আনচেলত্তি ও তারকা ফুটবলার লুকাস ভাসকেস।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এমিরেটস স্টেডিয়াম থেকে ৩-০ গোলের হার নিয়ে ফিরেছে রিয়াল। ফিরতি লেগে আগামী ১৭ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে গানারদের আতিথেয়তা দেবে তারা। তিন গোলে পিছিয়ে থেকেও শেষ চারের আশা ছাড়ছে না রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। নিজেদের শক্তির ওপর বিশ্বাস রাখছে জায়ান্টরা।

বিজ্ঞাপন

দ্বিতীয় লেগকে সামনে রেখে আনচেলত্তি বলেন, ‘এমন একটি হারের পর মনে হতে পারে যে, আমাদের সামনে আর কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের মাঠে অনেক কিছুই ঘটতে পারে। ফুটবল আসলে এমনই। কিছু না কিছু সুযোগ থাকবেই। আমাদের শুধু ঘুরে দাঁড়ানোর বিশ্বাস রাখতে হবে। আমরা আগেও অনেকবার এমন কিছু করে দেখিয়েছি। আরও একবার তেমন কিছুই করতে হবে। কাজটা সহজ হবে না। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।’

ভাসকেস বলেন, ‘বিশ্বের কোনো দল যদি ৩-০ থেকে ঘুরে দাঁড়ানোর যোগ্যতা রাখে সেটা হলো রিয়াল মাদ্রিদ। আমাদের মাঠে সমর্থকদের সঙ্গী করে নিয়ে এই কাজটা করে দেখাতে হবে। যদিও ভুলে গেলে চলবে না এই লড়াই কঠিন হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত