টানা তিন ম্যাচ ড্র করে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল রিয়াল মাদ্রিদের। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হোঁচট খেলেই পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে পড়ত। তবে সেটা হতে দেননি দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। তার জোড়া গোলে।বিলবাওকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য গোলটি আসে এদুয়ার্দো কামাভিঙ্গার নৈপুণ্যে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের বাড়ানো পাস ধরে ব্যবধান ১-০ করেন ফরাসি তারকা ফরোয়ার্ড এমবাপ্পে। ৪২তম মিনিটে।গোছানো এক আক্রমণে ব্যবধান ২-০ করেন কামাভিঙ্গা। ৫৯তম নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।
লা লিগায় চলতি মৌসুমে ১৫ ম্যাচে এমবাপ্পের গোল হলো ১৬টি। ৮ গোল করে তালিকার দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার ফেরান তরেস।
দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে জাবি আলোনসোর দল। ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বিলবাও।
এমবাপ্পের জোড়া গোল, তিন ড্রয়ের পর রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক

টানা তিন ম্যাচ ড্র করে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল রিয়াল মাদ্রিদের। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হোঁচট খেলেই পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে পড়ত। তবে সেটা হতে দেননি দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। তার জোড়া গোলে।বিলবাওকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য গোলটি আসে এদুয়ার্দো কামাভিঙ্গার নৈপুণ্যে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের বাড়ানো পাস ধরে ব্যবধান ১-০ করেন ফরাসি তারকা ফরোয়ার্ড এমবাপ্পে। ৪২তম মিনিটে।গোছানো এক আক্রমণে ব্যবধান ২-০ করেন কামাভিঙ্গা। ৫৯তম নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।
লা লিগায় চলতি মৌসুমে ১৫ ম্যাচে এমবাপ্পের গোল হলো ১৬টি। ৮ গোল করে তালিকার দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার ফেরান তরেস।
দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে জাবি আলোনসোর দল। ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বিলবাও।
