প্রিমিয়ার লিগে দারুণ এক রাত দেখল দর্শকরা। লড়াইয়ের মাঠে নামল তিন জায়ান্ট চেলসি, লিভারপুল ও আর্সেনাল। তাতে হোঁচট খেলো প্রথম দুদল। জয় দিয়ে রাঙাল আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দলের হয়ে দুটি গোল করেন মিকেল মেরিনো ও বুকায়ো সাকা।
অ্যানফিল্ডে লিভারপুলকে রুখে দিয়েছে সান্ডারল্যান্ড। অল রেডরা কোনোমতে ১-১ গোলে ড্র করেছে। সেই এক গোলটিও প্রতিপক্ষ থেকে উপহার পেল লিভারপুল। ৬৭ মিনিটে সান্ডারল্যান্ড এগিয়ে যাওয়ার পর ৮১ মিনিটে আত্মঘাতি গোলে অন্তত এক পয়েন্ট পাওয়ার স্বান্ত্বনা নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল।
চেলসির দশা আরও করুণ। অবনমন অঞ্চলে থাকা লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে হেরেই গেল ব্লুজরা। প্রথামার্ধে দুই দফা পিছিয়ে পড়ার পর পেদ্রো নেতোর গোলে দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় চেলসি। ৭২ মিনিটে চেলসির কফিনে পেরেক ঠুকে দেয় আরেক স্বাগতিকরা।
দারুণ জয়ে তিন পয়েন্ট তুলে লিগ জয়ের দৌড়ে আরও এগিয়ে গেল আর্সেনাল। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিকেল আর্তেতার দল। ম্যানচেস্টার সিটি পাঁচ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে। লিভারপুল ১৪ ম্যাচে ৭ জয়, এক ড্র ও ৬ হারে ২২ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে। ২৪ পয়েন্ট পাওয়া চেলসি আছে চারে।
আর্সেনালের জয়ের রাতে চেলসি-লিভারপুলের হোঁচট

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগে দারুণ এক রাত দেখল দর্শকরা। লড়াইয়ের মাঠে নামল তিন জায়ান্ট চেলসি, লিভারপুল ও আর্সেনাল। তাতে হোঁচট খেলো প্রথম দুদল। জয় দিয়ে রাঙাল আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দলের হয়ে দুটি গোল করেন মিকেল মেরিনো ও বুকায়ো সাকা।
অ্যানফিল্ডে লিভারপুলকে রুখে দিয়েছে সান্ডারল্যান্ড। অল রেডরা কোনোমতে ১-১ গোলে ড্র করেছে। সেই এক গোলটিও প্রতিপক্ষ থেকে উপহার পেল লিভারপুল। ৬৭ মিনিটে সান্ডারল্যান্ড এগিয়ে যাওয়ার পর ৮১ মিনিটে আত্মঘাতি গোলে অন্তত এক পয়েন্ট পাওয়ার স্বান্ত্বনা নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল।
চেলসির দশা আরও করুণ। অবনমন অঞ্চলে থাকা লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে হেরেই গেল ব্লুজরা। প্রথামার্ধে দুই দফা পিছিয়ে পড়ার পর পেদ্রো নেতোর গোলে দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় চেলসি। ৭২ মিনিটে চেলসির কফিনে পেরেক ঠুকে দেয় আরেক স্বাগতিকরা।
দারুণ জয়ে তিন পয়েন্ট তুলে লিগ জয়ের দৌড়ে আরও এগিয়ে গেল আর্সেনাল। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিকেল আর্তেতার দল। ম্যানচেস্টার সিটি পাঁচ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে। লিভারপুল ১৪ ম্যাচে ৭ জয়, এক ড্র ও ৬ হারে ২২ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে। ২৪ পয়েন্ট পাওয়া চেলসি আছে চারে।
