রোমাঞ্চকর জয়ে মৌসুম শুরু লিভারপুলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১০: ৫০
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৪: ০২
গোলের পর যেন উড়তে চাইলেন সালাহ

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের শুরুটা দারুণ হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের। রোমাঞ্চে ঠাসা ম্যাচে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়েছে মার্সিসাইডের ক্লাবটি।

দুই অর্ধে করা একটি করে গোলের সুবাদে ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল লিভারপুল। তখন মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে আর্নে স্লটের শিষ্যরা। কিন্তু অল্প সময়ের ব্যবধানে দুটি গোলের শোধ দিয়ে ম্যাচে ফেরে বোর্নমাউথ।

বিজ্ঞাপন

তাতেই নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল লিভারপুল। যদিও শেষদিকে ৬ মিনিটের ব্যবধানে দুইবার জালে বল জড়িয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করল জায়ান্টরা।

গত ৩ জুলাই স্পেনে গাড়ি দূর্ঘটনায় নিহত হন লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জতা। ঘরের মাঠ অ্যানফিল্ডে বোর্নামাউথের বিপক্ষে ম্যাচ শুরুর আগে পর্তুগালের প্রয়াত ফরোয়ার্ডকে স্মরণ করে রেডদের ফুটবলার এবং সমর্থকরা। জতার শ্রদ্ধায় গ্যালারিতে বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে হাজির হন সমর্থকরা।

প্রথম গোলের জন্য ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় লিভারপুলকে। প্রতিপক্ষের খেলোয়াড়ের ভুল থেকে বল পেয়ে বক্সে ঢুকে নিচু শটে লক্ষ্যভেদ করেন হুগো একিটিকে। এই ম্যাচ দিয়ে লিভারপুলের জার্সিতে অভিষেক হয় তার। গোল করে অভিষেক ম্যাচ রাঙালেন এই ফরাসি স্ট্রাইকার।

৪৯ মিনিটে স্কোরলাইন ২-০ করেন কোডি গাকপো। ৬৩ মিনিটে বোর্নমাউথের হয়ে ব্যবধান কমান অ্যান্টনি সেমেনিও। লিভারপুল রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে বক্সে বাড়ানো সতীর্থের বলকে জালে জড়ান ঘানার এই ফরোয়ার্ড। ১২ মিনিটের ব্যবধানে সেমেনিও দ্বিতীয় গোল করলে ম্যাচে ফেরে বোর্নমাউথ।

টানা ২ গোল করে ড্রয়ের স্বপ্ন দেখছিল বোর্নমাউথ। কিন্তু তাদের এক পয়েন্টের স্বপ্ন মাটি করে দেন ফেডেরিকো চিয়েসা ও মোহাম্মদ সালাহ। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে লিভারপুলের হয়ে স্কোরলাইন ৩-২ করেন চিয়েসা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন সালাহ।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত