স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের শুরুটা দারুণ হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের। রোমাঞ্চে ঠাসা ম্যাচে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়েছে মার্সিসাইডের ক্লাবটি।
দুই অর্ধে করা একটি করে গোলের সুবাদে ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল লিভারপুল। তখন মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে আর্নে স্লটের শিষ্যরা। কিন্তু অল্প সময়ের ব্যবধানে দুটি গোলের শোধ দিয়ে ম্যাচে ফেরে বোর্নমাউথ।
তাতেই নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল লিভারপুল। যদিও শেষদিকে ৬ মিনিটের ব্যবধানে দুইবার জালে বল জড়িয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করল জায়ান্টরা।
গত ৩ জুলাই স্পেনে গাড়ি দূর্ঘটনায় নিহত হন লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জতা। ঘরের মাঠ অ্যানফিল্ডে বোর্নামাউথের বিপক্ষে ম্যাচ শুরুর আগে পর্তুগালের প্রয়াত ফরোয়ার্ডকে স্মরণ করে রেডদের ফুটবলার এবং সমর্থকরা। জতার শ্রদ্ধায় গ্যালারিতে বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে হাজির হন সমর্থকরা।
প্রথম গোলের জন্য ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় লিভারপুলকে। প্রতিপক্ষের খেলোয়াড়ের ভুল থেকে বল পেয়ে বক্সে ঢুকে নিচু শটে লক্ষ্যভেদ করেন হুগো একিটিকে। এই ম্যাচ দিয়ে লিভারপুলের জার্সিতে অভিষেক হয় তার। গোল করে অভিষেক ম্যাচ রাঙালেন এই ফরাসি স্ট্রাইকার।
৪৯ মিনিটে স্কোরলাইন ২-০ করেন কোডি গাকপো। ৬৩ মিনিটে বোর্নমাউথের হয়ে ব্যবধান কমান অ্যান্টনি সেমেনিও। লিভারপুল রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে বক্সে বাড়ানো সতীর্থের বলকে জালে জড়ান ঘানার এই ফরোয়ার্ড। ১২ মিনিটের ব্যবধানে সেমেনিও দ্বিতীয় গোল করলে ম্যাচে ফেরে বোর্নমাউথ।
টানা ২ গোল করে ড্রয়ের স্বপ্ন দেখছিল বোর্নমাউথ। কিন্তু তাদের এক পয়েন্টের স্বপ্ন মাটি করে দেন ফেডেরিকো চিয়েসা ও মোহাম্মদ সালাহ। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে লিভারপুলের হয়ে স্কোরলাইন ৩-২ করেন চিয়েসা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন সালাহ।
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের শুরুটা দারুণ হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের। রোমাঞ্চে ঠাসা ম্যাচে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়েছে মার্সিসাইডের ক্লাবটি।
দুই অর্ধে করা একটি করে গোলের সুবাদে ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল লিভারপুল। তখন মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে আর্নে স্লটের শিষ্যরা। কিন্তু অল্প সময়ের ব্যবধানে দুটি গোলের শোধ দিয়ে ম্যাচে ফেরে বোর্নমাউথ।
তাতেই নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল লিভারপুল। যদিও শেষদিকে ৬ মিনিটের ব্যবধানে দুইবার জালে বল জড়িয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করল জায়ান্টরা।
গত ৩ জুলাই স্পেনে গাড়ি দূর্ঘটনায় নিহত হন লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জতা। ঘরের মাঠ অ্যানফিল্ডে বোর্নামাউথের বিপক্ষে ম্যাচ শুরুর আগে পর্তুগালের প্রয়াত ফরোয়ার্ডকে স্মরণ করে রেডদের ফুটবলার এবং সমর্থকরা। জতার শ্রদ্ধায় গ্যালারিতে বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে হাজির হন সমর্থকরা।
প্রথম গোলের জন্য ৩৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় লিভারপুলকে। প্রতিপক্ষের খেলোয়াড়ের ভুল থেকে বল পেয়ে বক্সে ঢুকে নিচু শটে লক্ষ্যভেদ করেন হুগো একিটিকে। এই ম্যাচ দিয়ে লিভারপুলের জার্সিতে অভিষেক হয় তার। গোল করে অভিষেক ম্যাচ রাঙালেন এই ফরাসি স্ট্রাইকার।
৪৯ মিনিটে স্কোরলাইন ২-০ করেন কোডি গাকপো। ৬৩ মিনিটে বোর্নমাউথের হয়ে ব্যবধান কমান অ্যান্টনি সেমেনিও। লিভারপুল রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে বক্সে বাড়ানো সতীর্থের বলকে জালে জড়ান ঘানার এই ফরোয়ার্ড। ১২ মিনিটের ব্যবধানে সেমেনিও দ্বিতীয় গোল করলে ম্যাচে ফেরে বোর্নমাউথ।
টানা ২ গোল করে ড্রয়ের স্বপ্ন দেখছিল বোর্নমাউথ। কিন্তু তাদের এক পয়েন্টের স্বপ্ন মাটি করে দেন ফেডেরিকো চিয়েসা ও মোহাম্মদ সালাহ। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে লিভারপুলের হয়ে স্কোরলাইন ৩-২ করেন চিয়েসা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন সালাহ।
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১৭ মিনিট আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
৪২ মিনিট আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১০ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
১১ ঘণ্টা আগে