বেনেটের কীর্তির পরও ফলো-অনে জিম্বাবুয়ে, চোখ রাঙাচ্ছে হার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৬: ১৬

ছোট দেশের বড় তারকা বলতে একটা কথা আছে। সেটার যথার্থতা দেখালেন জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিলেন এই ব্যাটার। অবশ্য তার জ্বলজ্বলে সেঞ্চুরির দিনে ফলো-অনের লজ্জায় পড়েছে ইংল্যান্ড। ক্রাইগ আরভিনের দলের সামনে এখন হার এড়ানোর চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস হার এড়াতে এখনও জিম্বাবুয়ের প্রয়োজন ২৭০ রান, হাতে আছে ৮ উইকেট। এর মধ্যে এক উইকেট কার্যত চলে গেছে। চোটে পড়েছেন রিচার্ড এনগারাভা।

নিজেদের প্রথম ইনিংস ইংল্যান্ড ঘোষণা করে ৬ উইকেটে ৫৬৫ রানে। জবাবে জিম্বাবুয়ের প্রথম ইনিংস ২৬৫ রানে। ৩০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ৩০। এখনো ফলো অন এড়াতে তাদের দরকার ২৭০ রান।

জিম্বাবুয়ের ইনিংসে প্রাপ্তি বলতে বেনেটের ব্যাটিং। প্রথম ইনিংসে ২৬ চারে ১৪৩ বলে ১৩৯ রানের ইনিংস খেলেন বেনেট। সেঞ্চুরি করেন ৯৭ বলে, যা জিম্বাবুয়ের ৩৩ বছরের টেস্ট ইতিহাসে দ্রুত। দ্বিতীয় ইনিংসে অবশ্য ১০ বলে ১ রান করেই আউট হয়ে যান। আউট হয়ে গেছেন আরভিনও।

এর আগে প্রথম দিন বেন ডাকেট ও জ্যাক ক্রলির সেঞ্চুরির পর ১৬৯ রানে অপরাজিত ছিলেন অলিভার পোপ। দ্বিতীয় দিন তিনি যোগ করতে পারেন আর কেবল ২ রান। বেন স্টোকস করেন ৯ রান। ৬ চার ও ৩ ছক্কায় ৫০ বলে ৫৮ রান করেন হ্যারি ব্রুক। এরপরই ইনিংস ঘোষণা করে দেয় স্বাগতিকরা।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিদায় নেন বেন কারান। তিনি করেন ৬ রান। দ্বিতীয় উইকেটে বেনেট ও আরভিন গড়েন ৬৫ রানের জুটি। আরভাইনকে ফিরিয়ে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অফ স্পিনার শোয়েব বাশির। যা সবচেয়ে কম বয়সী ইংলিশ বোলার হিসেবে দ্রুততম (২১ বছর ২২২ দিন)। ছাড়িয়ে গেলেন স্টিভেন ফিনকে (২২ বছর ৬০ দিন)।

তৃতীয় উইকেটে বেনেট আরেকটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন শন উইলিয়ামসের সঙ্গে। ৬০ রানের এই জুটি ভাঙার পর আর কোনো জুটি পঞ্চাশ ছুঁতে পারেনি। বাকি গল্পটা বেনেটের। জিম্বাবুয়ের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে সেঞ্চুরি করলেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অ্যাটকিনসনের বলে এলবিডব্লিউ হন বেনেট। টংয়ের বাউন্সে পরাস্ত হয়ে বিদায় নেনে আরভিন। কারানের সঙ্গে অপরাজিত থেকে দিন শেষ করেন উইলিয়ামস।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত