পন্তের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং, ক্ষুব্ধ গাভাস্কার

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬: ১৯

বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ৪৭৪ রানে থামে অস্ট্রেলিয়া। জবাবে ১৫৯ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপেই ছিল ভারত। এমতাবস্থায় অতিথিরা তাকিয়ে ছিল পন্ত ও রবীন্দ্র জাদেজার দিকে। যদিও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে বড় পার্টনাশিপের কারণ হতে পারেননি আগেরজন। যেটা চটিয়ে দেয় কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কারকে।

বিজ্ঞাপন

ভারতের ইনিংসের ৫৬তম ওভারের কথা। তখন ব্যক্তিগত ২৮ রানে ব্যাট করছিলেন পন্ত। স্কট বোল্যান্ডের করা সে ওভারের চতুর্থ বলটি উড়িয়ে মারতে গিয়ে থার্ড ম্যান অঞ্চলে দাঁড়িয়ে থাকা নাথান লায়নের হাতে ধরা পড়েন পন্ত। তাতেই দলীয় ১৯১ রানে ষষ্ঠ উইকেট হারায় ভারত। গাভাস্কারের মতে, পন্ত যে শট খেলে আউট হয়েছে তেমন পরিস্থিতিতে ছিল না ভারত।

পন্ত আউট হওয়ার পর ধারাভাষ্যকক্ষে থাকা গাভাস্কার বলেন, ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড। সেখানে দুজন ফিল্ডার ছিল। এরপরও তুমি এমন শট খেললে। তুমি আগের বলেও শট খেলতে গিয়ে ব্যর্থ হয়েছো। দেখো তুমি কোথায় আউট হয়েছো। তুমি ডিপ থার্ড ম্যানে ধরা পড়লে। নিজের উইকেটটা দিয়ে আসলে। দল এই শট খেলার মতো অবস্থায় ছিল না।

তোমাকে পরিস্থিতি বুঝতে হবে। এটা তোমার স্বাভাবিক ব্যাটিং নয়। আমি দুঃখিত। এটা তোমার স্বাভাবিক ব্যাটিং নয়। এটি একটি স্টুপিড শট। যা তোমার দলকে খুব বাজে পরিস্থিতিতে ঠেলে দিলো।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত