নিউজিল্যান্ড সফর

সল্ট-ব্রুকের আগুনে ব্যাটিংয়ে ইংলিশদের বড় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ২০: ১২

শুরুতে ফিল সল্ট আর হ্যারি ব্রুকের করেন দুরন্ত ব্যাটিং। দুজনের ফিফটি পেরোনো দাপুটে দুই ইনিংসের সঙ্গে বল হাতে ঘূর্ণি জাদু দেখান আদিল রশিদ। একাই শিকার করেন ৪ উইকেট। ত্রয়ী তারকার ব্যাট-বলের নৈপুণ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। দাপুটে এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে রইল সফরকারী ইংলিশরা। কেননা সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

বিজ্ঞাপন

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটের বিনিময়ে ২৩৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংল্যান্ড। ওপেনার সল্টের ব্যাট থেকে ৫৬ বলে আসে ৮৫ রানের দুর্বার এক ইনিংস। যেটা সল্ট সাজিয়েছিলেন ১১ বাউন্ডারি ও ১ ছক্কার মারে। আর ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭৮ রানের অধিনাকয়োচিত ইনিংস উপহার দেন হ্যারি ব্রুক। ৩৫ বলের ক্যামিও ইনিংসটি খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।

লক্ষ্যটা ছিল ২৩৭। বিশাল টার্গেটটা তাড়া করতে নেমে বাজে ব্যাটিংয়ের বৃত্তে আটকে পড়ে স্বাগতিক নিউজিল্যান্ড। ৯৪ রান তুলতেই হারিয়ে ফেলে তারা ৫ উইকেট। যেন ক্যাচ তুলে দেওয়ার হিড়িক লেগে যায় ব্ল্যাক ক্যাপস শিবিরে। দলের দশ ব্যাটসম্যানই হয়েছেন ক্যাচ আউট। ব্যাট হাতে লড়াই শেষে ১৮ ওভারে ১৭১ রানেই গুটিয়ে যায় কিউই শিবির। ওপেনার টিম সেইফার্ট ৩৯, মিচেল স্যান্টনার ৩৬ আর ২৮ রান যোগ করেন মার্ক চাপম্যান।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২৩৬/৪, ২০ ওভার (সল্ট ৮৫, ব্রুক ৭৮, ব্যান্টন ২৯*; জেমিসন ২/৪৭, ব্রেসওয়েল ১/৩৬ ও ডাফি ১/৪৪)।

নিউজিল্যান্ড: ১৭১/১০, ১৮ ওভার (সেইফার্ট ৩৯, স্যান্টনার ৩৬, চ্যাপম্যান ২৮; রশিদ ৪/৩২, উড ২/৩৬, ডসন ২/৩৮ ও কার্স ২/২৭)।

ফল: ইংল্যান্ড ৬৫ রানে জয়ী।

ম্যাচসেরা: হ্যারি ব্রুক।

সিরিজ: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত