আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেনিনজাইটিসে আক্রান্ত মার্টিন

স্পোর্টস ডেস্ক

মেনিনজাইটিসে আক্রান্ত মার্টিন

মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন ডেমিয়েন মার্টিন। কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসা চলছে অস্ট্রেলিয়ার সাবেক এ ব্যাটসম্যানের। ৫৪ বছরের মার্টিন ‘বক্সিং ডে’তে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সন্ধ্যায় তার অসুস্থতার খবর উঠে আসে গণমাধ্যমে।

বিজ্ঞাপন

বর্তমানে কৃত্রিমভাবে তাকে কোমায় রাখা হয়েছে। বাড়িতে বিশ্রাম নিতে শুয়ে পড়ার পর অসুস্থ হয়ে পড়েন মার্টিন। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, মেনিনজাইটিস ধরা পড়েছে মার্টিনের শরীরে। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে অধিনায়ক পন্টিংয়ের সঙ্গে ২৩৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন মার্টিন। নিজে খেলেন ৮৮ রানের স্মরণীয় এক ইনিংস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন