রশিদ খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আফগানিস্তান। তারকা এ ক্রিকেটারকে রেখেই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ দলই বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানরা।
গত অক্টোবরে বাংলাদেশ সফরে না থাকলেও পেসার ফজল হক ফারুকি ও ব্যাটিং অলরাউন্ডার গুলবাদিন নাইব ফিরেছেন দলে। সঙ্গে দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার মুজিব উর রহমান ও পেসার নাভিন-উল-হকও। মুজিব মূল দলে থাকায় আরেক স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর চলে গেছেন রিজার্ভ টিমে। এ তালিকায় তার সঙ্গে রয়েছেন ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরাফি।
ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরের। বৈশ্বিক আসরে ভালো খেলার প্রত্যাশা নিয়ে এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নসিব খান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে খুব ভালো করেছিল আফগানিস্তান। আমরা অতীতের চমৎকার স্মৃতিগুলো স্মরণে রাখি এবং এ বছর আরও ভালো ফলের আশা করি, যে আসরের খেলা হবে এশিয়ান কন্ডিশনে।’
আফগানিস্তান দল : রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইসহাক (উইকেটকিপার), সেদিক উল্লাহ আতাল, দারউইশ রাসুলি, শহীদুল্লাহ কামাল, আজমত উল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নুর আহমেদ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, ফজল হক ফারুকি এবং আবদুল্লাহ আহমদজাই। রিজার্ভ : আল্লাহ গজনফর, ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরাফি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

